আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বরাজনীতির আরেকটি নোংরা উদাহরণ

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

প্যালেষ্টাইনিদের নিজস্ব রাজনৈতিক হালচাল নিজেদের ভেতরেই দ্বিধাবিভক্ত। একদিকে প্রেসিডেন্ট আব্বাসের আল ফাত্তাহ, অন্যদিকে গত নির্বাচন বিজয়ী হামাজ। হামাজ ইজরাইলের অস্তিত্ব অস্বীকার করায় আমেরিকা তথা সারা পশ্চিমা দেশের চক্ষুশুল। সবরকম আর্থিক অনুদান বন্ধ করে দেয়া হয়েছে সে কারনেই। প্রেসিডেন্ট আব্বাস মোটামুটি নরমপন্থী।

সেকারণেই হামাজের সাথে রয়েছে আলফাত্তহর নীতিগত বিরোধ। সে সুযোগটি নিচ্ছে এবার আমাদের বুশ কুচক্রী। তিরিশ মিলিয়ন ডলারের অস্ত্রে সজ্জিত করা হচ্ছে হচ্ছে প্রেসিডেন্ট আব্বাসের রক্ষীবাহিনীকে আমেরিকার মদদে। প্রথম খবরের সত্যতা অস্বীকার করলেও আব্বাস তা প্রসারিত হাতেই নিতে যাচ্ছেন। ইসরাইল তাতে নাখোশ হলেও মাছের তেলে মাছ ভাজার আরো একটি নজির দেখা যাবে এবার।

বিশ্বরাজনীতির আরেকটি নোংরা জঘন্য উদাহরণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।