আমাদের কথা খুঁজে নিন

   

পাখি মৌমাছিরাও সমকামী!

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

সমকামী আর সমকামিতা নিয়ে বিশ্বজুড়ে নানা বিতর্ক। একদিকে সমকামিতা হটানোর বিক্ষোভ, অন্যদিকে একে বৈধতা দিতে তোড়জোড়। বলা হচ্ছিল কৃত্রিমভাবে সৃষ্ট এ সমকামিতা। এই দ্বন্দ্বের মাঝে বোমাটি ফাটালো অসলো ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিজ্ঞানীরা।

তারা জানিয়েছেন, সমকামিতা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। আর তার প্রমাণ মিলেছে পাখি ও মৌমাছি থেকে। তাদের মাঝেও দেখা গেছে সমকামিতা! পাখিদের সমকামিতা নিয়ে বিশ্বের প্রথম প্রদর্শনীতে বিষয়টি আরো স্পষ্ট হয়েছে। প্রদর্শনীটি চলছে নরওয়েতে। প্রদর্শনীর আয়োজক গেইর সোলি রয়টার্সকে জানিয়েছেন, পাখি বা মৌমাছিদের সমকামিতা পর্যবেক্ষণ করতে প্রায় দেড় হাজার বিভিন্ন প্রজাতির ওপর নজর রাখা হয়েছিল।

এদের মধ্যে সবচে ভালো প্রমাণ পাওয়া গেছে 5শ প্রজাতিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.