আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ভাষা : বাংলা না বেঙ্গলী?

সযতনে খেয়ালী!

"... ... ... হোয়্যার আর ইউ ফ্রম" - যারা দেশের বাইরে আছেন মোটামুটি সবাইকেই কমবেশি এই প্রশ্নটা ফেস করতে হয়েছে। উত্তরটাও খুব সুন্দর করে সবাই নিশ্চই একই দিয়েছেন , "বাংলাদেশ"। কিন্ত উত্তরের প্রতি-উত্তরটায় ভুরু কুঁচকিয়ে হয়তো খুব কম জনই "বেংলাডেশ" কে কীভাবে "বাংলাদেশ" উচ্চারণ করতে হয় তা দেখিয়েছেন উইথ উদাহরণ। ফিরিঙ্গি বণিকেরা এদেশে দুশ বছরের 'হাঙ্কি-পাঙ্কি' করার সময় অন্যান্য সব 'তাফালিঙ'-এর সাথে আমাদের ভাষা "বাংলা" কেও ছাড়েনি। তাদের উচ্চারণ করতে সমস্যা হতো বলে বাংলা-কে আকীকা দিয়ে "বেঙ্গলী" করে নিয়েছে তারা। মজার ব্যাপার হলো এদের মাধ্যমেই আমাদের ভাষার নাম "বেঙ্গলী" হিসেবে উপমহাদেশের বাইরে সঞ্চালিত হয় এবং সবাই জানতে শুরু করে দেশের নাম বেংলাডেশ আর ভাষার নাম বেঙ্গলী! ভুলের বোঝা টানতে টানতে একসময় আমাদের দেশের সরকারের টনক নড়ে "বেঙ্গলী" কে ঝেঁটিয়ে বিদেয় করে "বাংলা"-কে [link|http://www.pmo.gov.bd/constitution/part1.htm#3.|c~b:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.