আমাদের কথা খুঁজে নিন

   

জামর্ান ভাষা শিক্ষার আসর পর্ব-2

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

সবাইকে আবারও স্বাগতম পূর্ব কৃত পোষ্টে অনেকগুলি বিষয় বাদ পড়েছে, তা আমার খেয়ার হয়েছে, যেগুলি পরর্বতিতে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রথমে চেষ্টা করে পূর্ব কৃত পোষ্টের কিছু প্রফেশনাল আপডেট আনা যায় কিনা । অতএব প্রথমই লক্ষ্য যেন জামর্ান ভাষাটি যেন আমরা যেভাবেই হোক পড়তে পারি যেন । আগের পোষ্টটি ছিল যারা এর সাথে আগেই সম্পৃক্ত ছিল তাদের জন্য, আজ হবে আরও গভীর থেকে, যাতে অনেকেই তা বুঝতে পারে । B C D F G H J K L M N P Q R S T V W X Y Z এগুলি হল ব্যাঞ্জনবর্ণ A E I O U স্বরবর্ণ A আ যেমন: Mann (মান+হসন্ত)= মানুষ, B বে যেমন: Buch (বুখ)= বই, C ছে তবে যখন C একা থাকে তখন বাংলা ''ক'' এর মত উচ্চারিত হয় যেমন: Cafe (কাফে)= কফি হাউস, D ডে যেমন: Dialog(ডিয়ালগ)=সংলাপ কিন্তু শব্দের শেষে থাকলে কিছুটা ব্যকিক্রম উচ্চারিত হবে যেমন: Geld(গে+ল , ড ও ট সংযুক্ত)=অর্থ, E এ যেমন:Essig(এসিগ+হসন্ত)=ভিনেগার(Vinegar) তবে ক্ষেত্র বিশেষে ইংরেজী E এর মত উচ্চারিত হয় যেমন: Email(ইমেইল)=ইমেইল, F এফ(F) যেমন:Falter(ফা+ল ও ট সংযুক্ত+আকার+র)=প্রজাপতি, G গে যেমন: Garten(গার্টেন)= বাগান অথবা Magen(মাগেন)=পাকস্থলী, H হা যেমন:Freiheit (ফ্রাইহাইট)=স্বাধীনতা অথবা (নে+এ+হ(তবে খুবই স্বল্পস্থায়ী)+মেন) বা (নে+এ+মেন)=নেয়া, I ই যেমন: (ফিনডেন)=দেখা বা খোজাঁ, J ইয়োট যেমন: Joga(ইয়োগা)= যোগ ব্যায়াম তবে কিছু ক্ষেত্রে ইংরেজীর মত উচ্চারিত হয় যেমন: Job(জব)=চাকুরী, K খা(ক্ষা) যেমন: kommen(খোমেন)= আসা(come)কিন্তু মাঝে মাঝে ক এর মত উচ্চারিত হয় যেমন: Informatik(ইনফরমাটিক)=কম্পিউটার বিজ্ঞান, L এল(L)যেমন: lila(লীলা)= রক্তবর্ণ এছাড়া এটির আরও অনেক অর্থ হয়, M এম(M) যেমন: Mantel(মান্টেল)=ওভারকোট, N এন(N) যেমন: Nacht (না+খ+ট+হসন্ত)= রাত্রি , O ও(O) যেমন:oder (ওদার)= অথবা , P পেহ+হসন্ত যেমন: Platz (প ও ল সংযুক্ত+আকার+ট , ৎ এবং স সংযুক্ত)=স্থান, Q খুয়ে(ক্ষুয়ে)(কুয়ে) যেমন: Quelle(খুয়েলে)/(কুয়েলে)= ঝর্ণা , R এয়ার যেমন: rot(রোট)=লাল , nur(নুর)=মাত্রতবে কিছু ক্ষেত্রেR উচ্চারিত হয় না যেমন: Morgen(ম+অ+র(খুবই স্বল্পস্থায়ী)+গেন)=সকাল তবে শব্দের শেষে er থাকলে ''আর'' উচ্চারিত হবে যেমন:Techniker(টেকনিকার)=টেকনিশিয়ান, তবে শব্দের প্রথমে Ver, er, zer,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।