আমাদের কথা খুঁজে নিন

   

কোরান কনিকা - ১

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি =============================== সূচী পত্র: ۞ কোরান কনিকা - ১ ۞ কোরান কনিকা - ২ ۞ কোরান কনিকা - ৩ ۞ কোরান কনিকা - ৪ =============================== সকল প্রশংসা আল্লাহর। তিনি বিশ্ব জাহানের প্রতিপালক। তিনি দয়াময়, মেহেরবান এবং বিচার দিনের মালিক। - ফাতেহা: 1-3 আল্লাহ ছাড়া কোনো উপাস্য (হুকুমদাতা) নেই, তিনি শাশ্বত ও চিরঞ্জীব। - আল ইমরান : 2 শুরুতেও তিনি ছিলেন, শেষেও তিনিই থাকবেন, প্রকাশিত মহিমা সবই তাঁর, অপ্রকাশিত যা তা-ও তাঁর।

তিনি সবকিছুই জানেন। - হাদীদ : 3 গায়েব ও ভবিষ্যত শুদুমাত্র তিনিই জানেন, যদি না তিনি কাউকে জানান, যেমন তিনি রাসুলদের জানিয়েছেন। - জ্বীন: 26-27 নিশ্চই সকল ক্ষমতা কতৃত্ব ও সন্মান আল্লাহরই জন্য। - ইউনুস: 65 আল্লহই একমাত্র রিজিকদাতা। - জুমআ: 11 যে আল্লহর উপর নির্ভর করে, আল্লহই তার জন্য যথেষ্ট।

- তালাক: 3 নিশ্চই আল্লহ সাদাচারীদের ভালবাসেন। - মায়েদা: 13 আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন। - আল ইমরান: 146 আল্লাহ সুবিচারকারীদের ভালবাসেন। - মায়েদা: 42 আল্লাহ জালেমদের অপসন্দ করেন। - আল ইমরান: 140 আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন।

- হাদদি: 23 আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের অপসন্দ করেন। - বাকারা: 205 নিশ্বই আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন। - আনআম: 141 নিশ্চই আল্লাহ বিশ্বাসঘাতকদের অপসন্দ করেন। - আনফাল: 58 আমি (আল্লাহ ) এই কল্যানময় কোরআন নাজিল করেছি। কোরান অনুসরন কর এবং সৎকর্ম কর।

তাহলেই তোমরা আমার অনুগ্রহ লাভ করবে। - আনআম: 155 নিশ্চই আমি কোরআন নাজিল করেছি এবং আমিই এর নিশ্চিত রক্ষক। - হিজর: 9 যখন কোরান পাঠ করা হয়, তখন মৌন থাকো ও মনোযোগ দিয়ে শোনো। তাহলেই তোমরা রহমত পাবে। - আরাফ: 204 আমি তোমাদের [মোহাম্মদ সা.) সকল সৃষ্টির জন্যে (রাহমাতুলি্লল আলামীন) করুণাস্বরূপ প্রেরণ করেছি।

- আম্বিয়া: 107 নিশ্চই তোমাদের জন্যে আল্লাহর রসূলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। - আহযাব: 21 যে রাসূলের অনুগত্য করে সে আল্লাহরই অনুগত্য করে। - নিসা: 80 হে বিশ্বাসীগণ। তোমরা আনুগত্য কর, রসূলের আনুগত্য কর ও তোমাদের মধ্যে প্রাজ্ঞ নেতার আনুগত্য কর; এরপর কোন বিষয়ে মতপার্থক্য হলে আল্লাহ ও রসূলের নিকট ফিরে যাও। - নিসা: 59 নামাজ নির্ধারিত সময়ে আদায় করা বিশ্বাসীদের কর্তব্য।

- নিসা: 103 নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে। নিশ্চয় আল্লাহর স্বরণ (জিকির) সবচেয়ে ভাল কাজ। - আনকাবুত: 45 নামাজ শেষ করে পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধান কর। বেশী বেশী আল্লাহর জিকির কর। তাহলেই তোমরা সফল হবে।

- জুমআ: 10 হে আমাদের প্রতিপালক। আমাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান কর ও আগুনের শস্তি হতে রক্ষ কর। - বাকারা: 201 হে আমাদের প্রতিপালক! আমাকে জ্ঞান দান কর। - ত্বা-হা: 114 হো বিশ্বাসীগণ! তোমরা পুরোপুরি সমর্পিত হও এবং শয়তানের পদানক অনুসরন করো না। - বাকারা: 208 হে বিশ্বাসগিণ! পূর্বসূরীদের তো তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা সংযমী হতে পারো।

- বাকারা: 183 ধনীর সম্পদে অভাবী ও বঞ্চিতের অধিকার রয়েছে। - যারিয়াত: 19 তোমরা সৎ কাজোর মাধ্যমে অন্যায়ের জবাব দাও। - মুমিনুন: 96 হো বিশ্বাসীগণ! ওয়াদা অবশ্যই রক্ষা করতে হবে। - মায়েদা: 1 তুমি ক্ষমাশীল হও! সৎ কাজের আদেশ কর! আহাম্মকদের থেকে দুরে থাকো! - আরাফ: 199 তোমরা বিচারে কারচুপি করো না। ওজনে কম দিও না।

- আর রহমান: 9 চালচলনে সুশীল হও! মোলায়েম কণ্ঠে কথা বল। কণ্ঠস্বরকে গাধার মতো কর্কশ করো না! - লোকমান: 19 বি:দ্র: এগুলো মানুষের প্রতি স্রষ্টার সরাসরি বলে দেয়া কিছু আদেশ ও নিষেধ। কেউ নিজেকে মুসলমান দাবি করতে চাইলে অবশ্যই এগুলো মানতে হবে। একই সাথে এগুলো মানতে নারাজ ও নিজেকে মুসলমান দাবি করাটা গ্রহনযোগ্য নয়। আর এখানে কাউকে এগুলো মানার ব্যাপারে জোর জবরদস্তি করা হচ্ছে না।

...(চলবে)...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।