আমাদের কথা খুঁজে নিন

   

সংগ্রহ করুন নারায়ন গঙ্গোপাধ্যায় রচিত "টেনিদা" সমগ্র

যুদ্ধের বাজারে ভালোবাসার বিকিকিনি হলে আর কাঁদবোনা। কংক্রিটের এই শহরে হৃদয়হীন মানুষের ভীড়ে আমিও হারিয়ে যাবো... লেখক নারায়ন গঙ্গোপাধ্যায়'কে আমরা কে-না চিনি! আর সুলেখক নারায়ন গাঙ্গুলীর টেনিদা তো রীতিমত কিংবদন্তি। কলকাতার পটলডাঙ্গায় সেই প‌্যালা, হাবুল আর ক্যাবলা'কে নিয়ে তার ছোট্ট দলকেও সবাই-ই জানি। আর, তাদের যতসব অভিযান আর বিভিন্ন কীর্তিকলাপের কথা আর না-ই বা বললাম। লেখক নারায়ন গঙ্গোপাধ্যায় তাঁর জীবদ্দশায় পটলডাঙ্গার সেই বিখ্যাত টেনিদা'কে নিয়ে প্রচুর গল্প, নাটিকা লিখেছেন।

এমন কি বেশ কয়েকটি উপন্যাস ও রয়েছে। নির্মিত হয়েছে চলচিত্র। নির্মল হাস্যরস এবং নির্দোষ আনন্দলাভের জন্য যে এর জুড়ি মেলা ভার তা আমরা সবাই জানি। আমি এখানে চলচিত্রের লিংক দেবো না। তবে, বইটির লিংক দিচ্ছি।

মনে হয়, সবাই-ই এই বইটি পড়ে ফেলেছেন। যারা পড়েননি তাদের জন্য এখানে লিংকটি দিয়ে দিলাম। বইটির মিডিয়াফায়ার লিংকটি ইনভ্যালিড হবার আগেই সংগ্রহ করুন। ঝটপট ডাউনলোড করুন আর হারিয়ে যান এক মজার রাজ্যে। ডাউনলোড লিংক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।