আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপী সম্পর্ক বার্ষিকী........

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

জন্মবার্ষিকী, বিবাহবার্ষিকী,মৃতু্যবার্ষিকী, গনঅভু্যত্থান বার্ষিকী এমনি নানা বার্ষিকীর নাম শুনেছিলাম আগেই এবং এমনি অনেক বার্ষিকীতেই যোগ দেয়ার অভিজ্ঞতা আমাদের সবারই কম-বেশি আছে। কিন্তু সম্পর্ক বার্ষিকী !!!!!! আজই প্রথম এটা শুনলাম। সকাল গেলাম বন্ধুর বাসায়। ওরা স্বামী-স্ত্রী দুজনই বিশ্ববিদ্যালয় জীবন থেকে বন্ধু। ওরা দুজন সাজুও তার স্ত্রী এবং আমি -তিনজন একই পেশায় কর্মরত।

যাই হোক বাসায় যাওয়া মাত্র সাজুর বৌ কইলো- দোস্ত আজ আমাদের 10ম বার্ষিকী। আমার চক্ষু তো চড়কগাছে। বলে কি মেয়ে। বিয়ে করলো দু বছর এবং ওদের ফুটফুটে মেয়েটার বয়স 9 মাস। আর বলে কি-না 10 বছর।

বিস্মিত ভঙ্গিতে জিজ্ঞেস করলাম কিসের 10 বছর ? সাজুর বৌ উচ্চস্বরে হেসে বললো এফেয়ারের। আমি ও সাজু আরো জোরে হাসলাম। সাজু বললো বিয়ের পর থেকে ও আর প্রেম বলেনা... বলে এফেয়ার। হা হা হা হা। দুজনেই বললো - তাই আজ আমরা সম্পর্ক বার্ষিকী পালন করছি।

আড্ডা দিয়ে দুপুরে পেটপুড়ে খেয়ে ওদের কাছ থেকে বিদায় নিলাম অফিসে আসবো বলে। বি:দ্র:- হ্যাপী এফেয়ার্স ডে টু সাজুএবং চান্দু( সাজুর বৌ কে আমরা বন্ধুরা ওকে এই নামেই ডাকি)। আদর রইলো তোদের পিচ্চিটার জন্য।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।