আমাদের কথা খুঁজে নিন

   

মেলার শুরুতেই ইটিআইএন পেতে ভোগান্তি

এতে সহজে নিবন্ধনের আশায় মেলায় আসা করদাতাদের ভোগান্তিতে পড়তে দেখা যায়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার সকাল ১০টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সাত দিনব্যাপী এই  মেলার উদ্বোধন করেন।
এরপর প্রায় দুই ঘণ্টা পার হলেও ইটিআইন নম্বর নিবন্ধন ও পুনঃনিবন্ধনের কাজ শুরু করা যায়নি।
এনবিআরের সদস্য বশিরউদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, “সার্ভার ডাউন থাকায় ইটিআইএন নিবন্ধন ও পুনঃনিবন্ধনের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। ”
তবে করদাতারা ফরম পূরণ করে রেখে গেলে মোবাইলে এসএমএসের মাধ্যমে নতুন ইটিআইন নম্বর পাঠানো হবে বলে জানান তিনি।



সকালে ইটিআইন পুনঃনিবন্ধনের জন্য মেলায় আসেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা দীপেন্দ্র চন্দ্র বল।
কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তিনি ঢাকার কর অঞ্চল-১৫ এর অধীনে থাকলেও তাকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের একটি ইটিআইন নম্বর দেয়া হয়।
এক হাজার একশ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে এবার দেশের ৬৪ জেলায় একযোগে  আয়কর মেলা শুরু হয়েছে।
রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বলছেন, এবারের মেলায় দেড় লাখ করদাতা কর দেবেন বলে আশা করছেন তারা।
গত বছর দেশের বৃহত্তর ১৬ জেলায় আয়কর মেলার আয়োজন করা হয়।

তখন ৯৭ হাজার করদাতা কর পরিশোধ করেন, যাতে সরকারের ঘরে রাজস্ব আসে ৮৩৮ কোটি টাকা।
ইটিআইন নিবন্ধন প্রসঙ্গে  এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন  বলেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী এর নিবন্ধন হবে। ওই আইডিতে কারো নাম বা অন্য কোনো তথ্য ভুল থাকলে নিজ উদ্যোগে তা ঠিক করতে হবে। এক্ষেত্রে এনবিআরের কিছু করার নেই।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।