আমাদের কথা খুঁজে নিন

   

মেলার গল্প

দূর! বইমেলায় অবসর প্রকাশনীর স্টলের সামনে ঘোরাঘুরি করছিলাম৷ মতলব ছিলো হাফিজ আল ফারুকীর “না মানুষ” বইটা দেখা৷ না, কেনা নয়, শুধু দেখা৷ কারণ বই কেনা এখনও শুরু করিনি৷ আপাতত লিস্ট করছি, তারপর একসাথে কিনবো৷ লিস্টে “না মানুষ” বইটা আছে৷ হাফিজ আল ফারুকীর কিছু ছোট গল্প আমি পড়েছি, উপন্যাস এখনও পড়া হয়নি৷ এই লেখক ইদানিং আমার মধ্যে বেশ কৌতুহলের জন্ম দিয়েছেন৷ লেখালেখি করার জন্য সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিয়েছেন৷ বাংলাদেশের একজন লেখক লেখালেখির জন্য চাকরি ছেড়ে দিয়েছেন ব্যাপারটা বিস্ময়কর৷ প্রকাশনীর সামনে ঘুরঘুর করতে করতেই হাফিজ আল ফারুকীর সঙ্গে দেখা হয়ে গেলো৷ “এই যে হাফিজ ভাই, কি খবর? আপনার বই কই?” “শাহরিয়ার ভাই? বই তো এখনও আসেনি৷ দশ তারিখে আসবে৷ আপনার বইয়ের খবর কি?” “আমার বইও এখনো আসেনি৷ কবে আসবে জানি না৷” বলে আমি হাসতে লাগলাম৷ হাফিজ ভাই আমাকে টানতে টানতে নিয়ে চললেন৷ বললাম, “কোথায় যাচ্ছি?” “আরে চলেন না৷” হাফিজ ভাই আমাকে টানতে টানতে অন্বেষার স্টলে নিয়ে ঢুকলেন৷ অন্বেষার স্টলে সুমন্ত আসলাম বসে ছিলেন৷ হাফিজ ভাই পরিচয় করিয়ে দিলেন৷ আমার দিক থেকে অবশ্য পরিচয় করানোর দরকার ছিলো না৷ ২০০৯ এর বইমেলায় সুমন্ত আসলামের সাথে পরিচয় হয়েছিলো৷ তবে উনি দেখলাম সেটা বেমালুম ভুলে গেছেন৷ ভুলে যাওয়াটা অবশ্য স্বাভাবিক৷ আমি হলাম গর্তজীবি মানুষ৷ গর্তের মধ্যে ঢুকে বসে থাকি৷ তাই আমাকে ভুলে যাওয়া সোজা৷ তবে মজার ব্যাপার হচ্ছে আমার নাম শুনে উনি মনে করতে না পারলেও আমার পুরানো বইয়ের নাম শুনে চিনতে পারলেন৷ অন্বেষার স্টলে আমাকে বসিয়ে রেখে হাফিজ ভাই গায়েব হয়ে গেলেন৷ স্টলে তখন খাওয়া দাওয়া চলছিলো৷ সিঙ্গাড়া আর পিঁয়াজু খেতে খেতে মজার জিনিসটা দেখতে পেলাম৷ বইমেলায় ঘুরঘুর করছি বহুবছর হলো৷ এমন জিনিস এই প্রথম দেখলাম৷ জিনিসটা বলি৷ সেটা হলো একটা লিফলেট৷ অন্বেষা থেকে প্রকাশিত সুমন্ত আসলামের বই “দুর্ধর্ষ পাঁচ গোয়েন্দা” নিয়ে আনন্দ আয়োজন৷ আনন্দ আয়োজন বিষয়টা কি? লিফলেটেই সেটা বিস্তারিত বলা আছে৷ পুরো আয়োজনটা শিশু-কিশোরদের জন্য৷ সুমন্ত আসলামের “দুর্ধর্ষ পাঁচ গোয়েন্দা” বইটা পড়ে লিফলেটের পাঁচটা প্রশ্নের উত্তর লিখে পাঠিয়ে দিতে হবে অন্বেষার ঠিকানায়৷ সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে পাঁচজনকে বাছাই করা হবে যারা বাবা-মা সহ কক্সবাজারের “প্রাসাদ প্যারাডাইস” হোটেলে ২ দিন ১ রাত থেকে আসার সুযোগ পাবে৷ সঙ্গে স্পেশাল পুরস্কার এবং লেখকের সাথে আড্ডা৷ অভিনব তো বটেই! অন্তত আমার কাছে৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।