আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের বোরখা পরা বাধ্যতামূলক

মন যা চায়

এশিয়ার কিছু দেশে পুরুষদের পাগড়ি এবং মেয়েদের বোরখা পরা বাধ্যতামূলক। এশিয়ার নানা দেশের পুরুষ ও নারীরা জাতি ও ধর্ম ভেদে কে কি ধরনের পোশাক পরে ধমর্ীয় অনুশাসন মেনে চলে সেটা এই সুযোগে জেনে নিন। পিক্ড্ এটা হলো শিখদের পাগড়ি। এরা সবসময় মাথায় পাগড়ি পরে আড়াল করে রাখে লম্বা চুল। ফ্যাট গোলাকার এই পাগড়ি পরে ইরানের মানুষ।

লং অনেক আফগান মাথায় পাগড়ি পরে, একটা প্রান্ত খোলা থাকে। তালেবানরা কালো লং পরে দেখাতে চায় তারা ধমর্ীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে। এবং তারা কত সংযমী। ক্যাপ ছোট ক্যাপ কখনও কখনও ঐতিহ্যগত পাগড়ির নিচে পরা হয়, কখনও বা পাগড়ি ছাড়াই। হিজাব খুব সহজে এ জিনিসটি পরা যায়।

আমেরিকা থেকে সিরিয়া, সব জায়গার মুসলিম মেয়েরাই হিজাব পরে। বোরখা মধ্যপ্রাচ্যের এবং মিশরীয় মেয়েরা বোরখা পরে। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা বোরখা পরা কয়েকদিন আগেও তালেবান অধু্যষিত আফগান মহিলাদের জন্যে অবশ্য কর্তব্য ছিল। নেকাব পাকিস্তান এবং মরক্কোর মেয়েরা ঘোমটার মত নেকাব পরে ঢেকে রাখে মুখ। চাদর চাদরের নিচে অনেকেই পাশ্চাত্যের পোশাক পরে, তবে ইরানের মেয়েরা এটা ঢেকে রাখে আলখেলা দিয়ে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।