আমাদের কথা খুঁজে নিন

   

তোমাকেই দেখি প্রতিদিন

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

এ শহরে আমি তোমাকেই দেখি প্রতিদিন। কাক-ডাকা ভোরে প্রভাত-ফেরিতে, হাঁটায়-চলায় স্বাস্থ্যসেবীদের মুুক্ত বায়ু সেবনে, নিঃশ্বাসে সহস্র লোকের ভীড়ে দেখি সেই চিরচেনা মুখ। স্কুলগামী বাচ্চাদের মায়ের আঁচলে অফিস পাড়ায় ব্যস্ত-সমস্ত নারীর টেবিলে কলেজ পড়ুয়া যুবতীর উচ্ছল হাসিতে কিংবা ঘরে ফেরা কিশোরীর চঞ্চলতায় সবখানেই রয়েছে তোমার পদচারণ এ শহর যেন সেই তোমারই মুখচ্ছবি। অধুনা শপিং মল, এসকেলেটর, ক্যাপসুল লিফ্ট জুয়েলারি দোকান, ব্ল্লাউজ-শাড়ি, কসমেটিকস প্রসাধনী, আসবাবপত্র, তৈজস, কাঁচাবাজার নীলতে,গাউসিয়া, নিউমার্কেট মোড়েও তুমি। ধানমণ্ডি লেকে প্রেমিকের পাশে বসা তোমার ঐ মুখ রমনার সবুজে, টিএসসি-তেও দেখি তোমার আদল গুলশান পার্কে হাত ধ'রে হাঁটা স্বামীর পাশের নববধূ চাইনিজে, বিয়েবাড়ির আসরে, বরযাত্রায়, গায়েহলুদে যেখানে দু'চোখ মেলি যতোবার, দেখি তোমার উপমা। আমার যাপিত জীবন, দুঃখ ও সুখে তন্দ্রায়-নিদ্রায়, শয়নে-স্বপনে আহারে-গোসলে, বিশ্রামে-আনন্দে শান্তিতে-স্বস্তিতে, সঙ্গমে-মৈথুনে বেডরুম, ডাইনিং, ড্রইংরুম, বাগানবাড়ি জানালার শার্সি, ঘুলঘুলি, ব্যালকনি, ছাদ প্রাত্যহিক জীবন-যাপনে তুমি দৃশ্যমান বস্তুত শহরে তোমাকেই দেখি প্রতিদিন তুমিও কী আমাকেই দেখো এমন ক'রেই!? 24.04.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।