আমাদের কথা খুঁজে নিন

   

ধ্রুবতারা হয়ে জ্বলে প্রেম

দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......

ছিচকে নদীর পৌনঃপুনিক বাঁকফেরা নয় আমার বুকে ধ্রুবতারা হয়ে জ্বলে প্রেম। মাজার ব্যবসায়ীর মতো লালসালু বিছিয়ে ক'দিনের প্রতারণা নয় চোখের গভীরে চাষ করি সুস্বাদু মাশরুম। কপট বকের মতো গ্রীবা লুকিয়ে হটাৎ আমিষের শরীরে ক্ষত-বিক্ষত করা নয় নিখাদ ভালোবাসা দিয়ে অংকন করি সুপেয় জলের নিবাস।। ------------------------------------------- সময়ঃ 2:40। তারিখঃ 10/09/2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।