আমাদের কথা খুঁজে নিন

   

বাঙ্গালি চায়ের আড্ডায় ভিন দেশীরা মাতোয়ারা



অনেক দিন পর আমাদের ফার্মেইউনিভার্সিটির চার বন্ধুর আড্ডা হল। চার দেশের চার বন্ধুর মধ্যে এডাম হল ফ্রানসের, কলিনস আমেরিকান, সাংচু থি হংকং আর আমি বাংলাদেশী। এডাম হল জোকারের বদ, কলিনস বাংলাদেশ সম্পর্কে অজ্ঞ আর সাংচু থি হংকং হল বোকা কিন্তু চালাক বেশী। সবাই আমরা একই ইউনিভার্সিটিতে পড়েছি এবং সবা সফটওয়ায় প্রোকৌশলী হিসেবে কর্মজীবনে প্রবেশ করেছি। তো বন্ধুদের বায়না তোমার দেশের যে কোন পানীয় বা খাবার খাওয়াবে হবে।

আমি সব সময় সিলেটের এক বাঙ্গালি বন্ধুতমাল থেকে ফ্রি চাপাতি পেতাম প্রতিবার ওই দেশ থেকে এলে। তার কিছু অংশ সব সময় আমার অফিসে রেখে দিতাম নিজে মজা করে খাওয়ার জন্য। আজএই ফাজিল বন্ধুরা আড্ডার ফাঁকে আমার চায়ের সেটআপে কুনজর দেয়। ফলে কি আর করা নিজ হাতে বানিয়ে পরিবেশন করলাম। এ্যামা, চায়ে তেমন দুধ চিনি দেয়নি তা পান করে প্রশংসায় সব পঞ্চমুখ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.