আমাদের কথা খুঁজে নিন

   

আবার শুক্রবার

আমার কথা

সপ্তাহঘুরে আবার এল শুক্রবার। পুরো ছয়টা দিনের কাজকর্ম শেষ হল। আবার শনি বা রবিবার থেকে সবাই কাজে যাবেন । ছুটির দিনটা সবার কাছেই উপভোগ্য হয়। কিন্তু আমার কাছে মোটেও তা নয় ।

ওহ একটি কথা বলতেই ভুলে গিয়েছি । আমার তো ছুটিই নেই । দেখা যায় সারা সপ্তাহের চেয়ে শুক্রবারেই কাজ সবচেয়ে বেশি । তবে যাই হোক ,এই বৃহষ্পতিবারের রাতটা আমার কাছে অনেক ভাল লাগে । কারন এই রাতেই ছুটির আনন্দটা পুরোপুরি পাওয়া যায় , নিজেকে ফ্রি ফ্রি মনে হয়।

অন্যদিনের কাজগুলো পরিকল্পনা মত না হলেও শুক্রবারের কাজগুলো ঠিকই পরিকল্পনা মত হয়ে থাকে। যেমন হয় খুব সকালে বা অনেক দেরি করে ঘুম থেকে উঠা ,বাজারে যাওয়া/কোচিং এ যাওয়া, গোসল নামাজে যাওয়া ,কবরস্থান যাওয়া । ফিরে এসে পুরো পরিবারের সাথে দুপুরের খাবার খাওয়া এবং শেষমেষ হয় ঘুম নয়ত বেরোনো । বেড়াতে খুব একটা ভাল লাগেনা আবার সপ্তাহের অন্য দিনগালোতেই বেড়ান হয়। তাই শুক্রবার বেড়াতে যাওয়া হয় না ।

দূরের আত্মীয় স্বজনরা এ দিনে বেড়াতে আসে। শুক্রবার চলে গেরে আবার ছয়দিন একটানা কাজকর্মের পর বহু প্রতিহ্মীত ছুটি পাওয়া যাবে। আবার এই রুটিনেই জীবন চলবে..................................................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.