আমাদের কথা খুঁজে নিন

   

কানসাট থেকে ফুলবাড়ী

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

জনতাই জয়ী হয়। এর প্রমাণ এই জনপদে হয়েছে বারবার। আর এ সময়ের সবচেয়ে উজ্জ্বল উদাহরণ ফুলবাড়ী। মাত্র কিছুদিন পিছিয়ে গেলে চাঁপাইনবাবগঞ্জের কানসাট।

একই চিত্র, একই আন্দোলন, একইভাবে বিজয়। কানসাটে জীবনের বিনিময়ে বিদু্যতের দাবি আদায় হয়েছে আর ফুলবাড়ীতে জীবনের বিনিময়ে রক্ষা করা হয়েছে পহৃর্বপুরুষের ভিটা, সামান্য মাথা গোঁজার ঠাঁই। জীবনের প্রয়োজনীয় ফসল, সবুজ ভূমি। কোনো রক্তচক্ষু, বেনিয়াদের দাপট, বিদেশী শক্তির প্রভাব আর বন্দুকের নল এ বীর জনতাকে দাবিয়ে রাখতে পারেনি। কানসাটে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পিছপা হয়নি মানুষ।

তেমনি ফুলবাড়ীতে একইভাবে গুলির মুখে জীবনকে দাঁড় করাতে ভয় পায়নি জীবনজয়ী মানুষ। এভাবেই এ জনপদে, এ দেশে বারবার এসেছে জনতার বিজয়। কানসাটে 17 জনের রক্তে ভিজে বিদু্যতের দাবি পহৃরণ হয়েছে। ওই বিদু্যৎ তাদের প্রয়োজন ছিল- জীবনের জন্য, ফসল ফলানোর জন্য, জল সেচের জন্য, সবুজ ফসলের মাঠ সোনালি ধানে ভরে দেওয়ার জন্য। আর ফুলবাড়ীতে 6টি তাজা প্রাণের বিনিময়ে বিদায় নিল এশিয়া এনার্জি।

যাদের খনির কালো কয়লায় ঢেকে যেত সবুজ ফসলের মাঠ। জলাভূমি, পুকুর, জীবনের জন্য প্রয়োজনীয় জল আর বসবাসের যোগ্য আবাসভূমি। এমনকি প্রিয় পিতার কবরও উধাও হয়ে যেত। '69 থেকে '71। এরপর '90-এর গণঅভু্যত্থান।

তারপর আরো এগিয়ে যাচ্ছে জনতার আন্দোলন। ঢাকার ডেমরায়ও সৃষদ্বি হয়েছিল আরেক কানসাট-ফুলবাড়ী, বিদু্যতের দাবিতে। জনতার এই সংগ্রাম শহর-নগর বা বন্দরে একইরূপে ধরা দেয়। বীর জনতা কখনোই মাথা নোয়াবার নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.