আমাদের কথা খুঁজে নিন

   

মহতরমা আসিফ মহিউদ্দিনঃ বিবিসি তে তাঁর বক্তব্য এবং তাঁর লেখা বিভ্রাট

সত্য যিনি সৃষ্টি করেছেন... আমার জন্য তিনিই যথেষ্ট ! আমি মনে প্রানে চাই একজন যুদ্ধাপরাধি অথবা অন্য যেই হোক যদি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তাঁর সর্বোচ্চ শাস্তিটিই হোক। কিন্তু তাকে সামনে পেলে আমি কখনোই ব্যক্তিগত ভাবে আক্রমন করব না। কারন এটি মানবতা বোধ নয়। আমি চাই রাষ্ট্রীয়ভাবে এদের বিচার হোক। রামু তে যারা তাণ্ডব চালাইসে তাঁদের ও একই অপরাধে বিচার হোক।

মি. আসিফ মহিউদ্দিন সাহেব একই কথা বললেন বিবিসির সাথে স্বাক্ষাতকারে । কিন্তু তাঁর যুক্তি "সেই ঘুরি ফিরি সেই বেলের তল" । তাঁর সবশেষ বক্তব্যও ধর্মকে অপমান করে, ধর্ম অনুসারীদের অপমান করে শেষ হয়। বিবিসি তে উনি বললেন যে তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক গোষ্ঠীর অনুভুতিতে আঘাত লাগতেই পারে। কিন্তু এই অধিকার কি সংবিধান তাকে দিয়েছে? উনি নিজের মতপ্রকাশের অধিকার কে সাংবিধানিক অধিকার বলেন আবার সেই মত দ্বারা মানুষের অনুভুতিতে আঘাত দিয়ে কথা বলাকে অনৈতিক মনে করেন না।

আমরা আসিফ এর উপর আক্রমন কারীদেরও সমর্থন করিনা, আবার মানুষের স্পিরিটুয়ালিটিকে অপমান করে আসিফ এর অনেক বক্তব্যকেও সমর্থন করিনা। গনতন্ত্রের মুল কথা বুজি এটাই। মতপ্রকাশের স্বাধীনতা আর কাউকে ছোট করার উদ্দেশ্যে মতপ্রকাশের মধ্যে পার্থক্য আছে বৈকি !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।