আমাদের কথা খুঁজে নিন

   

আজকের দিনটা কি ভিন্ন?

বন্ধুর খোঁজে

আজ অফিসে এসে দেখি কাজের কোন শেষ নাই যেন ? গোলাপী, সায়ান, হলুদ কালার এর নোট করা পোষ্টটিট । যেন একটা ব্যস্ততার সিড়ি বেয়ে সময়কে ধরার চেস্টা । এমনিতেই মনটা খারাপ সকালে ঘুম থেকে উঠে বসে ছিলাম ব্যাঙের মত বেশ কিছুক্ষন । না আসলেই না, তাই অফিসে আসা । এসেই হাবুডুবু খেতে শুরু করলাম ।

চিন্তা করছি কিভাবে কাজগুলো গুছানো যায়, এর মাঝেই চলে এল কিউ, সি । এ, এস সিসটেমের 5 নং প্যকেজ তার কাছে নাই, আমি বললাম সব গুলো প্যাকেজ দেওয়া হয়ে গেছে সে বলল মাফি ( নাই )। এমনিতেই মাথায় চিন্তা ঘোরপাক খাচ্ছে, তার কথা শুনে মনে হলো স্মৃতি গুলো যেন আমাকে নিয়ে আজ খেলা শুরু করেছে । আমি আমার রের্কড দেখে বলে দিলাম এই সিসটেমের প্যাকেজ সংখ্যা 4টা , সে তখন আইসস , ইইস করতে করতে চলে গেল । মনে হল এই কোরিয়ানটারও একই অবস্তা , আজকের দিনটা কি ভিন্ন ? সময়টাও কি ভিন্ন ? সবার মনের অবস্তাও কি ভিন্ন ? লেখাটা পোষ্ট করেই কাজে ডুব দেব, আমার জন্য দোয়া করবেন সবাই, যেন নিঃশ্বাস নিতে পারি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।