আমাদের কথা খুঁজে নিন

   

নারীর প্রতি মানবাধিকার বিরোধী ল্যাপ ড্যান্স বন্ধে চার্টার

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও ল্যাপ ড্যান্সের পেছনে অফিসের আর একটি পয়সাও খরচ না করার সিদ্ধন্ত নিয়েছে আয়ারল্যান্ডের প্রায় 50টি কোম্পানি। এ বিষয়ক একটি চার্টারেও স্বাক্ষর করেছে তারা। চার্টারের মূল উদ্যোক্তা ডাবলিন ভিত্তিক সংগঠন র"হামা গ্র"প জানায়, যৌনপল্লী আর যৌনশিল্পে ব্যাপকভাবে নারীর অন্তভর্ুক্তি কমাতেই এ চার্টারের উদ্যোগ নিয়েছে তারা। র"হামা গ্র"পের মুখপাত্র জেরার্ডিন রাওলি গতকাল মঙ্গলবার জানান, আয়ারল্যান্ডের ল্যাপ ড্যান্সিঙের কারণে নারীর দেহবিক্রি সহজ হয়েছে। এ নিয়ে আমাদের উদ্বেগ থেকে আমরা এর পৃষ্ঠপোষকতা বন্ধের উদ্যোগ নিয়েছি। তিনি আরো জানান, ল্যাপ ড্যান্স থেকে নারীদের দীর্ঘমেয়াদি মানসিক সমস্যা হয়েছে এমন অনেক নজির আমরা পেয়েছি। সংবাদ সূত্রঃ এপি ছবিঃ রয়টার্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।