আমাদের কথা খুঁজে নিন

   

শোহেইল এর লেখা এবং : শিশির ও রনবীর গল্প



কোন বিষয়েই ভালো জানি না যে কোন কিছু প্রাজ্ঞল ভাষায় গুছিয়ে লিখে উঠতে পারবো ... তবু শোহেইল মোতাহারের শিশির ... কাটর্ুন ,, ক্যারিকেচার নিয়ে লেখাটা পড়ে কয়েকটা ব্যাক্তিগতভাবে মনে হওয়া কথা লিখতে ইচ্ছে হলো ... একবার আনোয়ার হোসেন ( ফটোগ্রাফার ..চিত্রগ্রাহক) কথায় কথায় বলছিলেন যে নদীর ছবি সাদা কালোতে ফোটে ভালো ...শুনে খুব চমকে গিয়েছিলাম.. আমারও যে তাই মনে হতো... সাদা কালো ছবির একটা অ্যাবসার্ড ব্যাপার আছে... মনের কল্পনা দিয়ে কম্পোজিশনটা ভরিয়ে নেয়া যায়... তাতে নিজের সাথে কল্পনার বেশ একটা খেলা জমে...রঙিন ছবির ক্ষেত্রে সব কিছু বড় স্পষ্ট করে দেখায.... আর নদী কিংবা এই রকমের বড় প্রেক্ষাপটে রঙ এর নিয়ন্ত্রনের ব্যাপারটা খুবই দুরূহ কাজ...(অধূনা গ্রাফিঙ্রে কারিগুরীতে রঙীন ছবিতেও রঙ নিয়ে আকিবুকির মজার রাস্তা তখনও শুরু হয় নি) .. হয়তো রঙের উপরে খুব দখল না থাকার কারনেই সাদা কালোর নৈর্বেক্তিকতা অনেক বেশি আবেদনময় মনে হত ( এখনও হয়) ... দেখার মধ্যেও নিজের একটা পার্টিসিপেশন থাকে .. তেমনি রনবীর টোকাই এর গল্পগুলো আমাকে বড় একটা মাঠের মধ্যে নিয়ে ফেলতো .. চারপাশের চেনা জগতটা যেন রূপকথা হয়ে কথা কয়ে উঠতো... অনেক আগে বিদেশের কোন পত্রিকায় দেখা একটা কাটর্ুন আজো খুব মনে পড়ে... একটা পাচিলবন্দী লোক পাচিল টপকে মুক্তির আনন্দে দৌড় দিচ্ছে.. হাত পা ছুড়ে গোটা দুনিয়াকে জানিয়ে দিচ্ছে .. ফ্রি ফ্রি ... কাটর্ুনিষ্ট এমন একটা অনেকটা টপ পারস্পেকটিভ থেকে ছবিটা একেছেন ... তাতে দেখা যাচ্ছে সে মুক্ত প্রান্তর দিয়ে দৌড়ে যাচ্ছে সেটা শেষ হয়েছে এক অতল খাদে.. আমি নিজেকে এত বছর পরেও ঐ ছবির বাইরে ভাবতে পারি না...এই ছবিটি কিন্তু আমার কাছে সাদা কালো... ক্যারিকেচার তার প্রতিতুলনায় আমাকে নিয়ে যায় অনেকটা অবচেতন মনের ভেতরে যেখানে আমি এড়াতে পারি না আমার প্রবৃত্তির ছাপচিত্র ... আইন এর চোখে আমি হয়তো নিতান্ত এক নিরীহ নাগরিক ... কিন্তু এমন দিন আমার খুব কমই গেছে যে দিন কল্পনায় আমি কাউকে হত্যা করিনি ... খৃষ্টান ধর্মমতে ইচ্ছাই কর্ম... আর এই ইচ্ছা কিংবা কল্পনার যাথর্থ্যতা বিচার যদি এই পৃথিবীতে হতো তবে আমিও পৃথিবীর সবচাইতে নন্দিত কিংবা নিন্দিত মানুষ হিসেবে গন্য হতাম... আমার সেই হিতাহিতজ্ঞানশূন্য মনে আমি দেখি নানা রকমের , নানা ধাচের চিত্র ... রঙিন ছবির বর্ণিল ক্যারিকেচার তার সাথে মাঝে মাঝেই মিলে যায় শিশিরের কলমের টান। রনবী যদি হন আমার সাদা কালো ছবির ফেরিওয়ালা- আমার রঙিন ছবির দোকানে বসে আছেন, ঐ যে দেখা যাচ্ছে শিশির ভট্টাচার্য্যকে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।