আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার ইউক্যালিপ্টাস

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

1. ভালোবাসার বসতবাড়ি তোমার উঠোন জুড়ে, পূর্ণিমা-চাঁদ উঠলো হেসে মেঘের আকাশ ফুঁড়ে। 2. অমন করে চেয়ো নাকো উড়িয়ে হাওয়ায় চুল, বিজন রাতে সঙ্গী হবে ইচ্ছে করা ভুল। 3. চোখের জলে যায় ভেসে যায় বুকের গোপন কষ্ট, তোমার হাতে হাত রেখে আজ চাইছি হতে নষ্ট। 4. অভিমানের আঁচলখানি রাত্রিরেতে মলিন হবে, ভালোবাসি জানবে ঠিকই কাঁপন জাগা অসম্ভবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.