আমাদের কথা খুঁজে নিন

   

সন্দেহ জনক চরিত্র



জাহেদ সরওয়ার এর সবইতো সত্য যদি সত্য হয় দিবালোক যখন চোরদের জন্য খুলে দেয়া হয়েছে সীমান্তের তার তখন তোমার ছাড়পত্র কেড়ে নেয়া হয়েছে প্রকাশ্য চলার কাউকে তোমার সদ্য লেখা কবিতা শোনানোর যখন সবার জন্য খুলে দেয়া হয়েছে স্যটেলাইট জাতীয় সাহিত্য সদন যেখানে পুরুষেরা হতে চায় পেশাদার খুনী আর নারীরা উচ্চ বিলাসী বেশ্যা তখন কিনা বই কেটে কেটে নষ্ট করছো নিজের ভবিষ্যত! তোমার জন্য রয়েছে থানায় হাজিরা জিজ্ঞাসাবাদ, জেল আতিপাতি করে খুঁজে দেখা হোক তোমার অন্দর স্বেদবিন্দুর মত কোথাও জমেছে কিনা বিদ্রোহের বারুদ এই চারফুট সেলে শুয়ে থাকো কুন্ডলী পাকিয়ে এবার দেহে ঘামের ঘ্রাণ আর চোখে কামের স্মৃতি নিয়ে নিজেকে পুড়িয়ে ফেলো জমানো তেলে আর এসবইতো তোমার কৃতকর্মের ফল যখন জেনারেল বেগমের জলকেলি দেখবে বলে সারারাত বসে থাকে ভূখা মানুষের দল তখন তুমি কিনা ভাবছো খাদ্য সমস্যার কথা? যখন জেনারেল বেগম লাল গালিচায় চড়ে যায় বিদেশ ভ্রমণ তখন কিনা তুমি শোনো নদীভাঙ্গা মানুষের বিলাপ যখন পুলিশ তরুনীদের তুলে নিয়ে যায় রাস্তা থেকে তখন তুমি কিনা করো আইনের ওপর বিষদগার যখন ধর্মান্ধরা আল্লাহর দোহাই দিয়ে দেশটাকে নিয়ে যায় অনন্ত মধ্যযুগে তখন তুমি কিনা আল্লাকেই অস্বীকার করো এর চেয়ে যদি তুমি অন্ধ হতে, হতে যদি ধর্ম আর আইনের বন্ধু- তুমি কি অবতার কোনো, প্রেরিত পুরুষ, হাস্যকর নাস্তিক! তিরিশ বছরের নিসর্্কমা যুবক জানো তুমি এক সন্দেহ জনক চরিত্র??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।