আমাদের কথা খুঁজে নিন

   

আমার ক্যাডেটজীবন ঃঃ বন্ধু হারানোর দুঃখ [উৎসর্গ বিদেশগামী বন্ধু মাসুদকে]

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

সকালে ইয়াহু গ্রুপে মাসুদের ইমেইল পেলাম। মাত্র দুইটা লাইন - দোস্তরা, আগামী 7ই আগষ্ট আমি কানসাস ইউনিভার্সিটিতে মাষ্টার্সের জন্য যাচিছ, দোয়া করিস। সারাটাদিন নষ্ট করে দেবার জন্য একটা লাইনই যথেষ্ট। হঠাৎ মনে হতে পারে এটা তো খুশির সংবাদ, আমি দুঃখ পেলাম কেন? ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি আজ সাত বছর হয়ে গেছে, ওখানে ছিলাম ছয় বছর।

অথচ এই সাত বছর ছাপিয়ে ছয় বছরের স্মৃতি আমাকে এখনও আচছন্ন করে বেড়ায়। কত স্মৃতি, কত সুখ দুঃখের উপখ্যান - পারিনা, আমি পারি না ভুলে যেতে। এই একটা সমস্যা অতিরিক্ত ambitious ব্যাচের ক্যাডেট হওয়াতে, বন্ধুরা হারিয়ে যায় খুব তাড়াতাড়ি। রংপুর ক্যাডেট কলেজের ইতিহাসের নিঃসন্দেহে সবচেয়ে ভাল ব্যাচ 19 তম ইনটেক, আমাদের ব্যাচ, এইচএসএস 99। কয়েকটা উদাহরন দেইঃ এসএসসি-তে রাজশাহী বোর্ডে 20 টা পজিশনে আমাদের স্ট্যান্ড ছিল 19 টা, তাও আবার দুইজন যুগ্মভাবে ফার্স্ট।

ইন্টারমিডিয়েটে স্যার বলেছিল, তোমাদের মাঝে থেকে কয়েকজন মানবিক বিভাগ যাও, আমি কথা দিচ্ছি যতজনই আর্টস নিবে সবাই স্ট্যান্ড করবে। কাউই স্যারের কথা শুনেনি, সবাই বিজ্ঞান বিভাগ নিয়েছিলাম। 18 জন স্ট্যান্ড করেছিল, এইবারও যুগ্মভাবে দুইটা ফার্স্ট স্ট্যান্ড করেছিল। অনেকেই বলে আমরা নাকি বই খাতা খুলে লিখতাম, তাই এত এত স্ট্যান্ড হতো। অথচ আমাদের পরীক্ষার হলে গার্ড দিতো বাইরের কলেজের শিক্ষকরা।

এক পরীক্ষায় অন্য কলেজ থেকে লাইব্রেরীয়ান এসেছিল আমাদের পরীক্ষা গার্ড দিতে। এটা আমাদের অধ্যক্ষ্যের সন্মানে লেগেছিল, তাই উনি শিক্ষা বের্াডে অনুরোধ করে পরীক্ষার গার্ড চেঞ্জ করেছিলেন। আমাদের পরের ব্যাচের সবচেয়ে খারাপ তিনজন স্টুডেন্ডকে ধরে বেঁধে মানবিকে পাঠানো হয়েছিল, তাদের মধ্য থেকেও দুইজন স্ট্যান্ড করেছিল। আমাদের ব্যাচ খুবই ambitious, সবাই ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে কেরিয়ারের তাগিদে। খুশির কথা, দুঃখ হয় কোন একদিন হয়তো বন্ধুদের হাতড়ে বেড়াবো, খুঁেজ পাব না।

অনেকের সাথে হয়তো বাকিটা জীবনে কোনোদিনই হয়তো দেখা হবে না। স্বপ্নের ঘোরে কেউ কেউ ডেকে যাবে, আমি হাতড়ে বেড়াবো। ঘুম ভেঙ্গে যাবে, চেয়ে দেখবো যতদূরে চোখ যায় আমি একা, নিসংঙ্গ। আমি জীবনে মাঝারী গোছের ছাত্র ছিলাম। কবিতা, গান গল্প কিংবা খেলাধুলা - কোনটাতেই বলার মতো কোন সাফল্য আমার ছিল না, কিন্তু শেষমেষ আমি জিতে গেছি, পেয়েছিলাম 53 টা বন্ধু, যাদের হয়তো বাকি জীবনের কোনদিনই ভুলবো না।

হয়তো স্মৃতির পাতায় ধুলা জমবে, আলতো ফুঁ দিয়ে ফিরে আবার তোমাদের, আমার বন্ধুরা। MAY ALLAH BLESS YOU, MY FRIENDS


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।