আমাদের কথা খুঁজে নিন

   

লেবাননের সাধারণ মানুষের সাথে আমিও আছি! মনে হয় আমরাও আছি!

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

নির্বাচনে জিতলো আওয়ামি লীগ, পকিস্থানীরা তারপরেই গেলো খেইপা! ভূমির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তারা সাথে নিলো এই অঞ্চলের কিছু মানুষরে! যারা ঠিক এইরম আক্রমণ গুলিতে সহযোগিতা করছে! জামায়াতে ইসলামী তখন ঠিক এইসব নির্মমতায় অংশ নিছিলো সেইসব আমার মনে পরে! কোথায় গেছিলো তখন মওদুদী সাহেবের ইসলাম? নিজামী তখন আল বদর বাহিনীর প্রধান! সে এখন আমাগো ইসলামী শক্তির নেতা!! তাইলে ঐ ইসলামী শক্তির সাথে ইহুদী সন্ত্রাসীগো পার্থক্যটা কোথায়! খারাপ লাগে যখন অনেক ব্লগার ইতিহাস ভুইলা যাইতে কয়! তাই তাদের কই যদি যুদ্ধের এই নির্মমতারে আপনেগো খারাপ লাগে একবার ইতিহাসের কথা ভাবেন! ইতিহাসের পুনরাবির্ভাব ঘটে সেইটা বোঝেন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।