আমাদের কথা খুঁজে নিন

   

প্যারোডি: আমাকে আমার মত পড়তে দাও

বেশ কিছু দিন আগে একটা প্যারোডি লিখেছিলাম, আমি আর আমার বন্ধু ইমন। মূল গানটা হল অনুপম রায়ের আমাকে আমার মত থাকতে দাও। অনুপম রায়ের গান গুলো বেশ ভালো লাগে। তাই তার গান থেকেই এই প্যারোডি করা। কাউকে ব্যক্তিগত ভাবে আঘাত করা জন্য এই গান টা লেখা হয়নি।

Lyric: Emon & Arup Vocal: Mithu Acoustic Guitar: Mithu Composer: Mithu & Arup Download Link: Click This Link Click This Link আমাকে আমার মত পড়তে দাও , আমি পড়াকে নিজের মত কমিয়ে দিয়েছি......... আমাকে আমার মত পড়তে দাও আমি পড়াকে নিজের মত কমিয়ে দিয়েছি, যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়া কষ্ট ভীষন ..................। বাবা - মার চোখে সপ্ন যত ধুলোয় মিশে যাচ্ছে প্রতিনিয়ত , খেলার মাঠে বসে ভাবছি একা আমায় দিয়ে হবে না..... না............ না .........। না...........না...............না.......................না না না........................। এই পরীক্ষার নম্বর ছারখার ,তবু পড়তে বসি দু 'একবার আমি পড়তে চাই না... আর.......... কোন নতুন ধরনের চ্যাপ্টার , তাই চেষ্টা করছি বারবার না পড়ে পাশ কর 'বার............... না .........না না না না ......... না না না না না.......................................। ।

কখনো একা বসে চুপ কোরে , ভাবি নিজেকে নিয়ে খুব ভোরে চোখ ভাঙা ঘুমে আমি খুজি নিজেকে , চেয়ে দেখি আমি কোথাও নেই । । আমার মনে আলো জেলো না কেউ , আমি বইয়ের টেবিলে গুনছি পড়ার ঢেউ লাইব্রেরীর মাঝে হারিয়ে গেছি আমি আজ ঘরে ফিরবো না...............না..........না না...........না..........না...........। । পাড়ার মাঝে যত বন্ধু ছিলো সবই আজ যেন কোথায় হারালো , হয় না বসা আজ চায়ের দকানে আগন্তক হোয়ে আমি রই......... ক 'এক চুমুক দিতে চায়ের ঐ কাপে , ফিরে যেতে চাই বন্ধুদের মাঝে আমায় ধরে রেখো না তোমরা কেউ, আমি ফিরে যেতে আজ চাই শুধু .........চাই, আজ চাই শুধু চাই........................।

। তোমায় ঘিরে ছিলো সপ্ন যত , ব্যাস্ততায় মলিন আমার সপ্ন গুলো সময় পেলে ........... একটু ভেবো.......... তোমার মনের ফাকে আমি কই........... পারব না আমি আর তোমায় ছুতে , ধুসোর সপ্ন জমা থাক এই বুকে সপ্ন দেখতে আমি ভুলে গেছি আজ তোমায় নিয়ে দেখবো না্‌... না ......না .........না না ...............না না...............না না না্‌.....................। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।