আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে পাতলা কিবোর্ড

বিটস তারহীন হেডফোন এবং নাইক প্লাসের মতো নামীদামি প্রযুক্তি পণ্যের পেছনে রয়েছে গবেষণা প্রতিষ্ঠান ‘সিএসআর’। ২ সেপ্টেম্বর সিএসআর ঘোষণা দিয়েছে যে তারা এবার নিয়ে আসছে আধা মিলিমিটারের (শূন্য দশমিক ৫ মিলিমিটার) কম পুরুত্বের কিবোর্ড। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা কম্পিউটার কিবোর্ড।
তারহীন ব্লুটুথের কম শক্তির সংস্করণের সাহায্যে কিবোর্ডটি ট্যাবলেট কিংবা স্মার্টফোনের মতো বিভিন্ন যন্ত্রের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে। আলট্রাথিন নামের বিশেষ নকশার কারণে এর সঙ্গে বড় কোনো ধরনের ব্যাটারি বহন করার প্রয়োজন হবে না।

এটি অল্প বিদ্যুৎশক্তিতেই কাজ করবে। মাইক্রোসফটের লাইটওয়েট টাচ কভারের পুরুত্ব ৩ দশমিক ২৫ মিলিমিটার। অর্থাৎ সিএসআরের এই নতুন কিবোর্ডটি এর চেয়েও ৬ দশমিক ৫ ভাগ পাতলা। ব্যবহারকারীরা এতে স্পর্শ সুবিধার পাশাপাশি সুইপ, পিঞ্চ ও জুমের মতো বিশেষ কিছু সুবিধা পাবেন, যেগুলো সাধারণ কিবোর্ডে নেই।
সিএসআর এখন পর্যন্ত কিবোর্ডটির ব্যাটারির আয়ু কিংবা চার্জ করার পদ্ধতি বিস্তারিতভাবে জানায়নি।

আগামী এক বছরের মধ্যে এটি বাজারে আসার কোনো সম্ভাবনা নেই।
প্রতিষ্ঠানটির লো-পাওয়ার ওয়্যারলেস পণ্যের পরিচালক পল উইলিয়ামসন বলেন, ‘এটি এখনো একটি নমুনা মাত্র। আমরা বিভিন্ন নকশার জন্য এটিকে বিভিন্ন আকারে তৈরি করেছি। এগুলোর কিছু করা হয়েছে আইপ্যাড মিনির মতো ছোট, আবার কিছু ডেস্কটপ কম্পিউটারের কিবোর্ডের মতো বড় আকৃতির। শুধু তা-ই নয়, এগুলো বাঁকানোও সম্ভব হবে এবং যেকোনো রঙের পাওয়া যাবে।


—ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.