আমাদের কথা খুঁজে নিন

   

ফকাস্টিন মানে কি জানেন ?



সমরেশ মজুমদারের সেই বিখ্যাত ''সাত কাহন'' উপন্যাসটি আজ থেকে পনের বছর আগে যখন পড়েছিলাম,তখন সাত কাহন এর অর্থর্টায় বুঝতে পারি নাই। দুই খন্ডের ওই উপন্যাসটি পড়ে আমরা সবাই মানুষের বাস্তব জীবনের কত খুটিনাটি জানতে পেরেছিলাম। জীবনে দুটো ছোট চিঠি বিলুপ্ত হওয়া সাপ্তাহিক বিচিন্তা এবং যায়যায় দিনে প্র্রকাশ হওয়া ছাড়াআর কোন লেখা কোথাও লেখি নাই বা প্রকাশ পায় নাই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপেক্ষায় থাকা একমাএ শ্যালকের উৎসাহ উদ্দীপনায় আপনাদের সাথে যুক্ত হওয়ার প্রণান্ত চেষ্টা করছি। তবে প্রথমেই বলে নেওয়া ভাল , লেখালেখির কোন যোগ্যতাই আমার নাই।

এবার আসি মূল কথায়, পনের বছর আগে পড়া সাত কাহন এর অর্থ আমি এখন অনেকটায় বুঝি । সমস্যা হলো মানুষের বাস্তব জীবনে সাত কাহন ছাড়া আরও আট নয় ,দশ কাহন থাকতে পারে কিনা ? বন্ধুগণ ফকাস্টিন শব্দটা একেবারে নতুন কিনা বলতে পারবনা , তবে এর ব্যবহার আমি কোথাও এখন পর্যন্ত দেখিনাই। বর্ণিত শ্যালক ও আমি যখন কথাবার্তা চালিয়ে যাই, যখন বাস্তব জীবনের খুটিনাটির হিসাব মেলে না বা অনেক ঘটনার কোন অর্থ খুজে পাওয়া যায় না , তখন আমরা ফকাস্টিন শব্দটা ব্যবহার করি। এতে সুবিধা কি জানেন সবকিছুই খুব সহজভাবে বুঝানো যায়। উদাহরণ, যখন আমাদের দেশের এই যে, কিছূ নেতা ,মন্ত্রী সুন্দর সুন্দর পালিশ করে কথা বলেন, দেশের উন্নয়ন সম্বন্ধে ভাল ভাল তথ্য দেন, আসলে দেশের প্রকৃত অবস্থা কি তাতো আমরা জানি, একবাক্যে এটাকে আমি ফকাস্টিন বলি ।

শ্যালকের ডাক নাম বাবু ও আবার ফকাস্টিন কে দুইভাগে ফেলিয়েছে। universal অর্থে অথ্যাৎ focastin "U"ভাল বুঝাতে ,অন্যটা focastin "F" মন্দ অর্থে। U Universal বুঝা গেল । কিন্তু F অর্থ কি?False না, প্রিয় ব্লগেবা এটাও কি এক ধরণের ফকাস্টিন ? পরবর্তীতে এটা সম্বন্ধে লেখার ইচ্ছা থাকল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.