আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডনী কইন্যা



আমার এক সিলেটি বন্ধুআছে। সে এবং তার এক বোন এ দেশে বড় হয়েছে ইংলিশ কালচারে। তার বোন পা্রয়ই সময় বয়ফ্রেন্ড বদলায়। বাবা মা তাকে বিয়ে দিতে চাইলে সে কিছুতেই রাজী হয়না। অবশেষে তাকে জোর করে দেশে নিয়ে যাওয়া হলো বিয়ের উদ্দেশ্যে ।

তাদের এক চাচাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করা হলো যে কিনা মসজিদের হুজুর। পাত্রীর অমতে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর পাত্রীকে লন্ডন আনা হলে সে আবার তার জীবনে ফিরে গেলো। এক বছর পর পাত্র লন্ডনের ভিসা পেলো এবং এসে তার বউকে অন্যরকম দেখলো। বিয়ের আগে পাত্রী পক্ষের কথাবিশ্বাস করে সে বিয়ে করেছিলো।

কিন্ত লন্ডনে এসে দেখলো তার বউ সন্ধ্যা হলে বেরিয়ে যায় তার বন্ধুদের সাথে। পাত্রীর আচার ব্যাবহার কথাবাতা কিছুই পছন্দ হলোনা পাত্রের। তাই একদিন সে তার বউকে ডেকে বললো তার এসব চালচলন পছন্দ নয়। জবাবে তার বউ তাকে যা বললো তা এরকমঃ দেখুন আমি যে পরিবেশে বড় হয়েছি তা এখানকার জন্য স্বাভাবিক এবং আপনি যেখানে বড় হয়েছেন সে কালচার এখানে চলেনা। আপনার সাথে আমার মানিয়ে চল সম্ভব নয়।

আপনি বরং আমাকে ডিভোস দিয়ে আরেকটা বিয়ে করেন । ইংল্যান্ডের পাসপোট পাওয়ার জন্য যা যা করা দরকার তা আমি করে দেবো। এই না হলো লন্ডনী কইন্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।