আমাদের কথা খুঁজে নিন

   

ম্যালেরিয়া প্রতিরোধে হাতঘড়ি

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

খবরটা ভালই চমক দিল। হাতঘড়িতে অ্যালার্ম বেজে সতর্ক করে দিবে যদি আপনার শরীরে ম্যালেরিয়ার জীবানু আশঙ্কাজনক মাএায় উঠে। এই নতুন আবিস্কারের হোতা হচ্ছেন দ িক্ষণ আফ্রিকার যেরভান লুব। আফ্রিকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব খুব ভয়াবহ। দু:খজনক হলেও সত্য যে, বিশ্বে এখনও প্রায় দশ লাখ লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।

আর এ রোগে বছরে ভোগে প্রায় তিরিশ কোটি লোক। আর এর প্রাদুর্ভাব মোটামুটি আফ্রিকার সাবসাহারা এলাকায়। এই ঘড়ির আবিস্কারের পেছনে কৃতিত্ব হচ্ছে মোজাম্বিকে অবস্থিত এক খনি কোম্পানীর। সুস্থ শ্রমিকের অভাবে এখানে খনির কাজ প্রায় বন্ধ হতে নিল। কারণ যারাই কাজ করতেন তাদের অধিকাংশই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে খুব অসুস্থ হয়ে পড়েন।

খনি কোম্পানীটি আফ্রিকার আরও তিনটি সরকার ও অন্যান্য কোম্পানীর সাথে একএিত হয়ে মশা নিধন, ঔষধ আর মশারির ব্যবহার জনপ্রিয় করে তোলে। ম্যালেরিয়া নিয়ন্ত্রনে আসে বৈপ্ল্লবিক সাফল্য । পরবতর্ীতে একই কোম্পানীর আনুকূল্যে গবেষণার মাধ্যমে এই নতুন হাতঘড়ির আবিস্কার করে যা ম্যালেরিয়ার জীবানুর স্বল্পমাএা রক্তে পেলেই অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে দিবে। এর ফলে ম্যালেরিয়ার পুরো আক্রমন শুরু হওয়ার আগেই চিকিৎসার ব্যবস্থা করে দ্রুত সুস্থ হওয়া যাবে। ঘড়িটির দাম পড়বে প্রায় বিশ হাজার টাকার মতো।

এখানে ক্লিক করলেই দেখতে পাবেন: [link|http://www.msnbc.msn.com/id/10910251/|g~j c


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.