আমাদের কথা খুঁজে নিন

   

ম্যালেরিয়া দমনে দুর্গন্ধযুক্ত মোজা!

পা এবং মোজার দুর্গন্ধে আকৃষ্ট হয় ম্যালেরিয়ার জীবাণুবাহী মশা। সম্প্রতি আফ্রিকার একদল গবেষক জানালেন, প্রতিবছর এই ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর ৯০ শতাংশই মারা যায় কিছু বুঝে ওঠার আগেই। তাই এই জীবাণুর আক্রমণের হাত থেকে রক্ষা পেতে প্রতিষেধকের আগে দরকার প্রতিরোধক এবং মশা নিধনের জন্য কার্যকরী টোঁপ। তাই গবেষকরা মোজার এই দুর্গন্ধকে মশা নিধনের টোঁপ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। আফ্রিকার ‘ইফাকারা হেল্থ ইন্সটিটিউট’ বিজ্ঞানী ফ্রেড্রোস ওকুমু ‘লস অ্যাঞ্জেলস টাইমস’র বরাত দিয়ে জানান, আফ্রিকায় প্রতি বছর প্রায় ২৩৪ মিলিয়ন রোগীর দেহে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায় এবং এতে মৃত্যু হয় প্রতিবছর সাড়ে আট লাখ আফ্রিকান।

তাই আফ্রিকায় এই ম্যালেরিয়াবাহী মশা নিধন এখন অনেক জরুরি হয়ে পড়েছে। কিন্তু আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ম্যালেরিয়ার প্রকোপ বেশি হলেও দারিদ্রতার কারণে ওই অঞ্চলের মানুষরা মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে না। তাই সবার কথা মাথায় রেখেই ‘ইফাকারা হেল্থ ইন্সটিটিউট’ এর গবেষক দল মশা নিধনের এই সস্তা পদ্ধতিটি উদ্ভাবন করেছেন। তারা তাদের গবেষণায় দেখেছেন, দুর্গন্ধযুক্ত পা এবং মোজা ম্যালেরিয়াবাহী মশাদের আকৃষ্ট করে। তাই এই দুর্গন্ধযুক্ত মোজা ব্যবহার করে তৈরি করেছেন বিশেষ একধরনের টোঁপ।

গবেষকরা কিছু দুর্গন্ধযুক্ত মোজা সংগ্রহ করে তা একটি কাঠের বাক্সে সংরক্ষণ করেন। সেই বাক্সে ছোট কয়েকটি ছিদ্র করে দেন এবং বাক্সের ভেতর ছোট একটি ফ্যান বসিয়ে দেন। ওই ফ্যানটি ছাড়লেই মোজার গন্ধ ছড়িয়ে পড়বে এবং সেই গন্ধে আকৃষ্ট হবে মশা। পরে ওই বাক্সের আশেপাশে মশা এসে জমা হলে স্প্রের মাধ্যমে সহজেই নিধন করা যাবে মশা। ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিটি ব্যবহার করে তানজেনিয়া, জাম্বিয়া, ইথিওপিয়া, রুয়ান্ডা এবং ঘানার বাসিন্দারা মশা নিধন করতে পারছেন।

তারা ঘরের বাইরে এই বাক্সটি রেখে ফ্যান ছেড়ে দিলে, মোজার গন্ধে আকৃষ্ট হয়ে মশাগুলো বাইরে বের হয়ে যায়। এরপর ঘর মশামুক্ত হয়ে গেলে টোঁপের আশেপাশে মশানিধনকারী ওষুধ ছিটিয়ে দেয়া হয়। বিগত ছয় মাস ধরে চলা এই পরীক্ষামূলক গবেষণায় ইতিবাচক ফলাফল পাচ্ছেন গবেষকরা। তারা জানিয়েছেন এটি এ যাবৎকালের সবচেয়ে সস্তা এবং সার্বজনীন ম্যালেরিয়া জীবাণুর প্রতিরোধক। যা সব দেশের সব শ্রেণীর মানুষ ব্যবহার করতে পারবে এবং এর ফলে ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার প্রকোপও কমবে।

সূত্রঃ বার্তা২৪ ডটনেট/আর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.