আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইল বনাম লেবানান(হিজবুল্লাহ)

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

শুরু হয়ে গেলে শতাব্দীর মুসলীম বনাম কাফেরদের মধ্যে যুদ্ধ তবে , শিয়াদের প্রকৃত মুসলীম বলে দাবী করা যায় কিনা, তা নিয়ে আমার এত জ্ঞান নেই । যেহেতু আমার জ্ঞান এই ব্যাপারে সীমিত ,সুতরাং যারা ব্লগে এই ব্যপারে অবগত তারা আমাকে যানাবেন শিয়াদের ব্যাপারে, যদিও আমি কাদিয়ানীদের ব্যাপারে শিওর । তবে কাদিয়ানী ও আহমদিয়া আর সুন্নী দের ব্যাপারে আমার জ্ঞান মাঝে মাঝে শংকা সৃষ্টি করে , কারন এরা একে অপরকে ভ্রান্ত মুসলমান বলে আখ্যায়িত করে । এটা জীবনের বিশেষ বিষয় । আমরা যদি ইসলামের সব কিছুই মানি, তাহলে মাঝখানে এসব নামের ব্যবধান কি জন্য সৃষ্টি করা হল? দয়া করা জানাবেন কি? আমার অজানা ও বির্তক বিষয় নিয়ে জানার ইচ্ছা অনেক , বিশেষ করে যেসব বির্তকের বিষয় অবসান হতে বাধ্য ।

পাশ্চাত্যেও এ ব্যাপারে অনেক কথা উঠে, যেহেতু এখানেও তুকর্ীর অনেক আবাস । আমি মন্তব্যের অপেক্ষায় রইলাম । +# যুদ্ধের পরিস্থিতি যদিও ভয়াবহ, তবে হিজবুল্লাহ এর যখন সাহস হয়েছে যুদ্ধ ঘোষণা করার সুতরাং বুঝতেই পারছি, এরাও আট ঘাট বেধেই এগুয়েছে । । আর যদি ফসকে যায়, তাহলে তো সেটা হবে আরেক আফগানিস্তান, আর আরেক ইরাক, আর মুসলিম দেশ গুলো, আস্তে আস্তে অন্যের দখলে চলে যাবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.