আমাদের কথা খুঁজে নিন

   

চিরন্তন ধ্রুবক কি প্রশ্নের মুখে?

বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার

সমস্যাটা পদার্থবিজ্ঞানের ধ্রুবক নিয়েই লাগলো, তাও যেমন তেমন না, ঝামেলা বেধেছে আলোর গতি আর নিউক্লিয় প্রবল বলে সংশ্লিষ্ট ধ্রুুবক নিয়ে..। অভিযোগ, এদের মান বদলাচ্ছে সময়ের সাথে। কেমব্রিজ এর জ্যোতির্বিদ মাইকেল মারফির মতে কোন কারন নেই এই ধ্রুবকদের ধ্রুব থাকার, "এগুলো ফিজিক্সের চিরচেনা সংখ্যা, কিন্তু আমরা কিছুই জানি না কেন এরা এমন.." ধ্রুবকগুলোর মানের পরিবর্তন খুবই সামান্য, মিলিয়নের কয়েক পার্ট কিন্তু এর ফল বড় ভয়াবহ, কারন অভিযোগ সত্য হলে পদার্থবিদ্যার আইন গুলোকে যে নতুন করে লিখতে হবে! তিন মাত্রার সাথে যে আরও ছটা মাত্রা যোগ করতে হবে সেটা হয়তো কেউ আচ করতে পারছেন। অভিযোগের প্রমাণ আসছে কোয়াসার গুলো নিয়ে করা গবেষনা থেকে। কোয়াসার হল অতি অতি উজ্জ্বল মহাজাগতিক বস্তু যা তড়িৎ-চুম্বকীয় বিকিরন ঘটায় আর এর প্রাণ হল ব্ল্যাক হোল।

মহাবিশ্বের পরিবর্তন দেখতে জ্যোতির্বিদরা বর্নালী বিশ্লেষন করে থাকেন। মূলত তারা গ্যাসের অ্যাবসর্বসন লাইন (আমাদের আর কোয়াসারের মাঝের গ্যাসক্লাউড এর জন্য এদের রদবদল ঘটে) গুলোকে ঘেটে দেখেন। এই লাইনগুলোই বলে দেয় গ্যাসের মেঘ গুলো কি উপাদানে তৈরি। 1999 সালে মারফি প্রথম দেখেন এই লাইন গুলো বদলে যাচ্ছে। হাওয়ায়ি এর কেক মানমন্দির থেকে পাওয়া উপাত্ত নিয়ে দেখা গেল বিলিয়ন-বর্ষী কোয়াসারে থেকে পাওয়া লাইন আর তার পৃথিবী পাওয়া তার সমরূপ লাইন গুলো পুরো এক নয়।

মারফি গবেষনায় দেখলেন কোয়াসারের বর্নালীতে সরন হচ্ছে। কোয়াসারের এই ঘটনায় কেউ কেউ বললেন অতীতে আলোর গতি হয়তো বেশী ছিল কিংবা ইলেকট্রনের চার্জ ছিল ভিন্ন। কিন্তু কেমব্রিজের ই কার্লোস মারটিন বললেন অন্য কথা। তার মতে এসব বাজে কথা। হয়তো মাপার জিনিসটাই হয়তো বদলাচ্ছে।

এই নিন্দা ঠেকাতে বিজ্ঞানীরা মাত্রাবিহীন ধ্রুবক (রেশিও) ব্যবহার করছেন। তারপরেও পবিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। মারফি তো বললেনই, "সব ফান্ডামেন্টাল ধ্রুবকই বদলাবে সময়ের সাথে" তাই গত এপ্রিলে যখন প্যাট্রিক পেটিটজ্যান, কোয়াসার বর্নালীর প্রোটন টু ইলেকট্রন মাস রেশিওতে পার্থক্য দেখতে পেলেন তখন কেউ খুব অবাক হননি। মারফির কথা সত্য হলে কি হতে পারে? আইনস্টাইনের থিওরী ভুল প্রমানিত হবে। মজার বিষয় হল স্ট্রিং থিওরী সঠিক হলে, মারফির দাবিও কিন্তু ঠিক ধরা যেতে পারে ।

কারন স্ট্রিং থিওরী এমনটাই বলে। দেখা যাক, আগামী দিনের পন্ডিৎরা কি বলেন.. [link|http://www.msnbc.msn.com/id/13816702/|g~j

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।