আমাদের কথা খুঁজে নিন

   

নকলের ফাঁদে চীন

বিক্ষিপ্ত জীবন. . . কখনো হাসায় . . . কখনো কাদাঁয় . . . আবার কখনো নির্ভেজাল অন্ধকার ঘিরে ফেলে চারদিক থেকে . . .

কম্পিউটার এবং ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিপণনের এক বিশাল মার্কেট চীন। সেখানে নকিয়া, আসুস, এইচপিসহ বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। এসব কারখানায় উৎপাদিত পণ্য চীনের স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশে রপ্তানিও হচ্ছে। শুধু গত বছর সেখানে বিভিন্ন ব্র্যান্ডের 100 মিলিয়ন মোবাইল সেট বিক্রি হয়। লোভনীয় এই মার্কেটে এসে বিপাকে পড়তে শুরম্ন করেছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো।

কারণ পণ্যের হুবহু নকল আর সফটওয়্যার ও বিনোদন পণ্যের পাইরেসি করতে জুড়ি নেই চীনাদের। নকল ও পাইরেসির আগ্রাসন এত ভয়াবহ যে, পিছু হটতে শুরম্ন করেছে আনত্দর্জাতিক ব্র্যান্ডগুলো। স্থানীয় প্রযুক্তি ও ফিল্ম ব্যবসায়ীরাও বেশি বিনিয়োগ করে পণ্য তৈরির আগ্রহ হারাচ্ছেন। একটির পর একটি মামলায় জড়াচ্ছে নকলবাজরা। পথে বসতে চলেছে চীনের মিউজিক ও সিনেমা শিল্প।

আর তাই চীনের এক পত্রিকায় মনত্দব্য, 'From counterfeit movies and pirated computer software to fake drugs, China accounts for the world's largest share of pirated products' চীনের কিংসফট করপোরেশনের ইংলিশ-চায়না ডিকশনারি বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার। এটি সেখানকার 60 মিলিয়ন কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে। কিংসফট করপোরেশনের জন্য সুংসবাদ এটি। কিন্তু মুদ্রার উল্টোপিঠের অবস্থা বেশ নাজুক। কিংসফট এই সফটওয়্যার বিক্রি করে মোটেও পয়সা কামাতে পারেনি।

কারণ, 60 মিলিয়ন কম্পিউটারের 90 শতাংশেই ব্যবহার করা হচ্ছে ডিকশনারিটির পাইরেটেড ভার্সন! এ রকম অনেক চীনা সফটওয়্যার নির্মাতা তাদের পণ্যের জনপ্রিয়তা দেখছেন কিন্তু তা দিয়ে কোনো মুনাফা পাচ্ছেন না। বরং মুনাফা করছে বস্নাক মার্কেটের নকলবাজ ব্যবসায়ীরা। একেকটি সফটওয়্যারকে পাইরেট করে খুবই কম মূল্যে বাজারে বিক্রি করছে নকলবাজরা। বর্তমানে কিংসফটের 600 প্রোগ্রাম এমন সব পণ্য তৈরির কথা ভাবছে, যেগুলো পাইরেটেড করা সম্ভব হবে না। এই তালিকায় আছে অনলাইন গেমস, এ সংক্রানত্দ ব্যবসা এবং অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম, যেগুলো সরাসরি কিংসফটের সাথে যুক্ত থাকবে।

ডিকশনারির মতো আর কোনো অ্যাপিস্নকেশন সফটওয়্যার আপাতত তৈরি করবে না কিংসফট। সমপূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে এই লিংকে: http://ekattor.com/17/it.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.