আমাদের কথা খুঁজে নিন

   

লাইফে ফাস্ট নকলের অভিজ্ঞতা

এইটা ২০১২ এর ঘটনা । ব্যাংকিং ডিপ্লোমা পার্ট ১ পরীক্ষা । আমি ফাস্ট টাইম ফাস্ট পরীক্ষা দিচ্ছি তখন । পরীক্ষার আগে শুনেছি যে এই পরীক্ষায় নাকি সবাই নকল করেই পরীক্ষা দেয় । সারা দিন জব করে কি আর এনার্জি থাকে পড়াশোনা করার ।

যাই হোক আমরা কয় এক কলিগ মিলে একটু পড়ালেখা করলাম আবার নকলেরও কিছু প্রস্তুতি নিলাম । সেইদিন ছিল ল’ পরীক্ষা । পরীক্ষার শুরুতেই ম্যাডাম এর কাছে বকা খাইলাম আমরা কই এক জনে ব্যাগ নিজের কাছে রাখছি বলে । ম্যাডাম সবাইকে ব্যাগ সামনে রেখে আসতে বলল । আমি বেঞ্চের কর্নারে বসছি বলে আর নিজে উঠি নাই ।

ম্যাডামের কাছে ব্যাগ টা একটু দিসি রেখে আসার জন্য । ম্যাডাম দেখি আমার দিকে কড়া নজরে তাকাইল । তখন আমি ভাবলাম ম্যাডাম রে ব্যাগ রাখতে বলায় ম্যাডাম হয় তো মাইন্ড খাইসে । যাইহোক পড়ে আমি নিজেই ব্যাগ টা রেখে আসলাম । পরীক্ষা শুরু হয়ে গেল ।

কোশ্চেন হাতে নিয়া দেখি নকল কিছু কমন পরছে । তো একটা নকল বের করলাম । এখানে বলে রাখি যে জীবনের এই ফাস্ট নকল করা । মাস্টার্স কমপ্লিট করছি জীবনে কোন পরীক্ষায় কোন দিন নকল করি নাই । পরীক্ষায় দেখাদেখি করতাম কিন্তু নকল করার অভিজ্ঞতা নাই একদমই ।

আজ জব করতে এসে নকল করতে হচ্ছে । যেহেতু ফাস্ট নকল করা তাই বুজতে পারছিলাম না নকল কোথায় রাখব । যাইহোক আমি তো নকল দেখে লিখেই যাচ্ছি । কোনদিকে আর খেয়াল করছিনা । একটু পর সেই ম্যাডাম পিছন দিক দিয়ে এসে বলছে এই মেয়ে তোমার হাতে কি দেখি ।

আমি তো পুরা থ হয়ে গেছি । কি করব কি বলব কিছুই বুজতেসি না । ম্যাডাম এর হাতে নকল দিয়া দিলাম । তো মহিলা নকল নিবি নে সে এখন খাতাও চাচ্ছে । আমি তো আরও ভয় পেয়ে গেলাম ।

মহিলা কে কি বলব কিছুই বুজছিনা । শেসে খাতাটাও দিয়া দিলাম । ম্যাডাম খাতা নিয়া চলে গেল । আমি তো পুরা বোকা হয়ে গেলাম । এ কি হল আমার ! জীবনে কখনও নকল করি নাই ।

আজকে নকল করতে যেয়ে ধরা খেলাম । তাও এত গুলা মানুষের সামনে । ছি ছি ছি লজ্জায় দুখখে মনে হল আল্লাহ তুমি আমারে এখান থেকে উঠাইয়া নিয়া যাও । আশেপাশের কলিগরা বলতেছে এইটা কোন ব্যাপার না । চুপ করে বসে থাকেন ।

একটু পর এমনি খাতা দিয়া দিব । আমার কান দিয়া কোন কথাই ডুকছে না । কি করব কিছুই বুজছিনা । দেখি আশেপাশে সবাই লিখতেসে । এদিকে আবার সময় ও চলে যাচ্ছে ।

কতক্ষন আর বসে থাকবো । পরে কারো কথা না শুনে গেলাম ওই মহিলার কাছে খাতা চাইতে । ম্যাডাম খাতা দিল ঠিকি কিন্তু বলে সামনে এসে বসতে । তখন তো আমি আরও বিপদে পরলাম । কিছুই তো পারি না কি লিখব সামনে বসে ।

যাইহোক সামনে এসে বসলাম । কিন্তু কিছুই লিখতে পারছি না । যে কয় টার উত্তর জানতাম সেগুলাও ভুলে গেছি । তারপর কতক্ষণ বসে থেকে খাতা জমা দিয়া বের হয়ে গেলাম । সেই দিন এত কষ্ট পেয়েছিলাম যে খাতা জমা দিয়া বের হয়ে মনে হল এখন যদি আমার প্রিয় মানুষটা এখানে থাকত তাহলে মনে হয় ওকে সবার সামনেই জড়ায়ে ধরে কাঁদতাম ।

কিন্তু সে তো এখানে নাই । তাই বের হয়েই ওকে কল দিলাম । কল দিয়েই ভ্যা করে কান্না শুরু করলাম । ও বলতেছে -বাবু কি হইছে তোমার ? এমন করে কাদতেস কেন ? আমি কিছুই বলতে পারছিনা । শুধু কেঁদেই যাচ্ছি ।

যাইহোক একটু শান্ত হয়ে ওকে বললাম যে - আমি নকল করতে যেয়ে ধরা খাইছি । ম্যাডাম আমার খাতা নিয়া গেছিল । পরে আবার খাতা দিছিল কিন্তু আমি আবার জমা দিয়া হল থেকে বের হয়ে আসছি । এই বলে আবারও কান্না শুরু করলাম । ও পাশ থেকে ও শুনে বলতেছে - আরে পাগল এইটা কোন ব্যাপার হল ? ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় সবাই নকল করে ।

ওর কথা শুনে আমার কান্না আরও বেড়ে গেল । বললাম -ওরা কেউ তো ধরা খাইল না । আমি ক্যান খাইলাম । সবাই মনে হয় আমার দিকে তাকাইয়া ছিল । ভ্যা......... ।

ও বলতেছে- আরে পাগল তুমি তো কখনও নকল করো নাই । তোমার নকলের অভিজ্ঞতা নাই । তাই তুমি ধরা খেয়ে গেছ । এইটা নিয়া কান্নার কিছু নাই । কাঁদলে কিন্তু তোমারে দেখে এখন সবাই হাসবে ।

তখন আমি একটু আশেপাশে তাকাইয়া দেখলাম কেউ দেখতাসে কিনা । দেখলাম যে না তেমন কেউ খেয়াল করতেছে না । আবার ও কান্না শুরু করলাম । মনে হল আজকে আমি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ । যাই হোক একটু পর শান্ত হলাম ।

ও বলল - যাও ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও । বিকেলে তো আবার পরীক্ষা আছে । আর কান্না কাটি করো না বাবু । অনেকেই তোমার মত নকল করে ধরা খায় । সবাই কি আর তোমার মত কান্না করে ।

নেক্সট পরীক্ষার জন্য পরতে থাক । যাইহোক ফোন রেখে পরতে লাগলাম পরবর্তী পরীক্ষার জন্য । পরীক্ষাও দিলাম । অতঃপর কয় এক মাস পর রেজাল্ট বের হল । আমি সব কয়টাতেই পাস করলাম ।

শুধু ওই দিনের পরীক্ষা দুই টাতেই ফেল । পরবর্তীতে পরীক্ষা দিয়া অবশ্য ল’ তে পাস করছি । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.