আমাদের কথা খুঁজে নিন

   

মুস্টিযুদ্ধে বাংলাদেশী আবদুর রশীদ:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে প্রবাসী বাংলাদেশী আবদুর রশীদের সাফল্যে আমরা গর্বিত। মুস্টিযুদ্ধে তিনি পরাজিত করেছেন লাটভিয়ার বক্সার সেরগেই রজাকমেন্সকে। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে তিনি 58:56 পয়েন্টে শিরোপা অর্জন করেন। রশীদের ম্যানেজার জেফ হান্টার অত্যন্ত গর্বের সাথে তার সাফল্যের কথা বর্ণনা করতে গিয়ে আগামী দিনে তার সম্ভাবনার কথা তুলে ধরেন। অবশ্য রশীদকে জয়ের জন্য প্রচন্ড পরিশ্রম করতে হয়।

তুমুল প্রতিযোগিতায় দুই মুস্টিযোদ্ধা বেশ ভালভাবেই আহত হন। রশীদের মুখে প্রায় পাঁচটি সেলাই পড়ে। রক্ত দিয়ে রশীদ জয়ের শিরোপা কেড়ে আনেন। আমরা অভিনন্দন জানাই সাহসী রশীদকে। রশীদের মতো সাহসী যোদ্ধারা যখন বাংলাদেশের নামকে উজ্জ্বল করে, তখন আমরা নতুন উদ্যম, সাহস ও শক্তি খুঁজে পাই এদেশকে সামনে এগিয়ে নেওয়ার।

বৃটিশ এশিয়ান নিউজে প্রকাশিত মূল প্রতিবেদনটি যারা দেখতে চান: http://tinyurl.com/gcqnc (ক্লোজআপহাসি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.