আমাদের কথা খুঁজে নিন

   

ইটালির বিশ্বকাপ চ্যাম্পিয়ান টাইটেল বাতিলও করতে পারে ফিফা

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

জার্মানীর এক নির্ভরযোগ্য সংবাদপত্রের দেয়া তথ্যানুযায়ী ইটালির বিশ্বকাপ চ্যাম্পিয়ান টাইটেল ফিফা বাতিল করার অধিকার রাখে। এই অধিকার ফিফা তখনই পাবে, যখন সাী সাবুদের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে যে, মাটেরাজি জিদনিকে যে গালাগাল দিয়েছেন, তা কোন র্যাসিজম বা বর্ণবৈষম্যবাদী অর্থ প্রকাশ করে। এ ধরনের গালাগালের বিরুদ্ধে খুবই কঠিন মনোভাব ফিফার কনস্টিটিউশানে লেখা বয়েছে। যারা ঠোটের নড়াচড়া দেখে পড়তে পারেন, তারা বলেছেন মাটেরাজি জিদানকে "প্রষ্টিটিউটের সন্তান" বলে গালি দিয়ে থাকতে পারেন। কেউ কেউ বলছে জিদানের বোনকে নাকি দু'বার "প্রষ্টিটিউট" বলে গালি দেয়া হয়েছে।

ফিফা যদি তা প্রমান করতে পারে, তাহলে তাদের নিয়মানুযায়ী তিন পয়েন্ট কাটা যাবে। তারপর বিশ্বকাপ চ্যাম্পিয়ন কাকে ধরা হবে, তা নিয়ে কোন মন্তব্য করে নি পত্রিকাটি। তবে জিদান এ নিয়ে এখনো কিছু বলেন নি। তার ম্যনেজার জানিয়েছেন যে জিদান অচিরেই মুখ খুলছেন। এদিকে মাটেরাজি জিদানকে অপমানজনক কথা বলেছেন বলে স্বীকার করেছেন।

কিন্তু কি বলেছেন তা এড়িয়ে গিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.