আমাদের কথা খুঁজে নিন

   

বিক্রয় হবে .....

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

কবিতা লিখি। তাও আবার একসময় বন্ধ হয়ে যায়। ঢাকা শহরে কাকের চেয়ে কবির সংখ্যা নাকি বেশী। বাহ শুনতে ভালোই লাগে। এতো প্রতিভা এদেশে।

একাত্তরের 14 ডিসেম্বর হানাদার বাহিনী বুদ্ধিজীবি মেরে কোনো লাভ হয়নি। ওরা যদি জানতো স্বাধীনতার পর এদেশে জন্ম নেবে হাজার হাজার বুদ্ধিজীবি (প্রতিভা) তাহলে এমন ভুল ওরা করতোনা। আফটার অল বুদ্ধি বিক্রি করেও দেশের অর্থনীতির ব্যাপক পরিবর্তন ঘটানো যায়। সে যাই হোক। কবিতা লিখতে গিয়ে আমি একটা সমস্যায় পড়েছি।

অতিরিক্ত মাত্রায় বিড়ি থুক্কু সিগারেট খাওয়া হয়ে যাচ্ছে। মাগার কবিতার লাইন পেট থেকে বের হয়না। কি করবো আমিতো আর বুদ্ধি বিক্রি করে খাইনা। আমি তাজা তাজা বুদ্ধি খাই। তবে পকেটের পয়সা ফুরিয়ে আসছে।

কিন্তু আমার আরো বুদ্ধি (সিগারেট) খেতে হবে। শখের এস্ট্রেটা দিয়েছিল এক ডাক্তার। তাও এদেশের নয়। এদেশের ডাক্তাররা তো শুধু নিয়েই যায়। দেয়না কিছু।

বুদ্ধি লাগবে আমার। অনেক অনেক বুদ্ধি খাবো। অনেক কবিতা লিখবো। তাই এস্ট্রেটা বিক্রি করতে চাই। দাম বলবোনা।

খুশী হয়ে যে যা দেয় তাই নেবো। নিলামও বলতে পারেন। কী খুশী হয়ে আমারে কিছু দিবেন না???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।