আমাদের কথা খুঁজে নিন

   

কৌশিকের "স্পর্শের ডিমান্ড, অনভিপ্রেত কমান্ড" প্রসঙ্গে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

"পুরুষকার"কে দিতে নাই অমন লজ্জা অগোচরে যদি জেনে থাকো ভালবাসা নয় শুধু বাসর শয্যা এ সংসারে। যে প্রেম আলিঙ্গনে গলে যায় নিমিষে, সে প্রেম জমে না হৃদয় পাত্রে অবশেষে। ঈশ্বর প্রেমে মাতা মেরী যদি পারেন জন্ম দিতে কোন এক যীশু, তবে কেন ঈশ্বরপ্রেমী অন্য কোন নারী দেখবে না- ভালবাসার তেমনি এক ফুল হয়ে আছে প্রকৃতির শিশু। মানব প্রেম জন্ম নেয় যে নারীর হৃদয় গভীরে- অলক্ষ্যে, বিনা মেঘে কি ভেজেনা ঘাসের ডগা শিশিরে! তেমনি কোন নারীর মন ভেসেও যেতে পারে ভালবাসার প্রবল জলোচ্ছাসে, ভিজেও যেতে পারে সযতনে পেতে রাখা শাড়ীর আঁচল রাতের আঁধারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।