আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ



বিএসএফ চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত সংলগ্ন 92নং মেইন পিলারের নিকট নাসিরউদ্দিন (25) নামে এক যুবককে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর হাসপাতাল মর্গে নিহত যুবকের লাশের ময়না তদন্ত করা হয়। নদীয়া জেলার চাপড়া থানার ভারতীয় হাটখোলা গ্রামের নো-ম্যান্স এলাকায় 2 জুলাই রাতে বিএসএফ সদস্যরা নাসিরউদ্দিনকে পিটিয়ে গুরুতর জখম করে। পরদিন গুরতর আহত নাসিরউদ্দিনকে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়। 5 জুলাই তার মৃতু্য হয়। তবে ঘটনার রাতে নাসিরউদ্দিন কেন ঐ সীমান্ত রেখার কাছে গিয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। বকশীগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক অপহৃত কৃষক সাখাওয়াতকে (50) 24 ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে বিডিআরের কাছে হসত্দান্তর করা হয়েছে। 5 জুলাই রামরামপুরের কৃষক শাখাওয়াত 1082 পিলার এলাকার নিজ জমিতে পাট কাটতে গেলে বিএসএফ বাংলাদেশের ভূ-খন্ডে প্রবেশ করে কৃষক শাখাওয়াতকে অপহরণ করে। পরে বিডিআরের প্রতিবাদের মুখে বৃহস্পতিবার বেলা 11টায় ধানুয়া কামালপুর সীমান্তে ফ্লাগ মিটিং শেষে বিডিআরের কাছে হসত্দান্তর করে। ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 07.07.2006 ঃঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.