আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গা থেকে ৫টি বোমা উদ্ধার

চুয়াডাঙ্গায় প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মানিক আকবরের মাস্টার পাড়ার বাড়ির বারান্দায় দুটিসহ শহরের আরো দুটি এলাকা থেকে মোট ৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

আজ সকাল ৮টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়। ৫টি হাতবোমাই একই রকমের সিলভার রঙের কৌটা। রাতে কে বা কারা বোমা ৫টি রেখে চলে যায়। সকালে এলাকাবাসি বোমা ৫টি দেখে পুলিশকে সংবাদ দেয়।

ঘটনাস্থলে এসে বোমা ৫টি উদ্ধার করেন এস আই নাসিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মানিক আকবরের বাড়ির বারান্দা থেকে দুটি, পাশের দিনু পরামানিকের বাড়ির বারান্দা থেকে দুটি ও বাজার পাড়ার বানোয়ারী লাল বাগলার বাড়ির সামনের রাস্তার ওপর থেকে একটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে দেখা হবে ওগুলো বোমা নাকি অন্য কিছু। উদ্ধার করা আলামত পুলিশ বালতির পানিতে রেখে থানায় নিয়ে গেছে।

সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, আতংক সৃষ্টির জন্য কেউ এসব রেখেছে বলে মনে করা হচ্ছে।

মিডিয়াতে যাতে ভালভাবে সংবাদ প্রকাশ হয় এজন্য সাংবাদিকের বাড়ির খোলা বারান্দায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.