আমাদের কথা খুঁজে নিন

   

বকসিস কালচার ও আমাদের জাতিগত গর্বের প্রস্থান

টুকিটাকি ভাবনাগুলো

স্বপ্নচারী জিগ্গেস করেছেন (http://tinyurl.com/mroq6) সিএনজি ড্রাইভাররা কেন ভিক্ষা করে? আসলে ভিক্ষা কে করছেনা? পরোক্ষভাবে ভিক্ষা করাটা অমাদের সমাজে একটা প্রতিষ্ঠিত কালচার হয়ে দাড়িয়েছে । পোষ্ট অফিসে টিকিটের জন্যে টাকা দিয়েছেন তো ভাংতি চেয়ে রেখে দেয়া হলো । রিক্সা বা সি এন জি অনায়াসে বেশী চাচ্ছে । কাউকে দিয়ে কিছু কাজ করাবেন আসলের সাথে সাথে বকসিস চাই । সরকারী কোন অফিসে যাচ্ছেন বকসিস (ঘুষ) ছাড়া আপনার কাজই হবে না ।

মজার ব্যপার হলো এই বকসিস কালচার সবাই কিন্তু যায়েজ করে নিয়েছে । সি এন জি ড্রাইভার কিন্তু তার টুপি দাড়ি খুব ভাল ভাবেই ডিসপ্লে করছে । রোজার দিনে ঘুষ কিন্তু আফিসের কেরানী নিজের হাতে নেবে না । বলবে ড্রয়ারে রেখে যান । আসলে আমাদের জাতিগত গর্ব মনে হয় কমে যেতে শুরু করেছে ।

এমন একদিন ছিল যখন একজন অপরের কাছে মাথা পাতার চেয়ে না খেয়ে মরে যাওয়া শ্রেয় বলে মনে করত । যেখানে পশ্চিমা সমাজে unattended পন্য দোকানে বিক্রি হয় মানুষের নৈতিকতা বোধকে পুজি করে সেখানে আমরা ক্রমশই নিচের দিকে নামছি । আমাদের সমাজে এর পরিবর্তন কবে হবে কিভাবে হবে কিছুই বুঝতে পারছিনা । কোথাও পড়েছিলাম যে দারিদ্রতা মানুষের নীতিবোধকে ভেঙে ফেলতে বাধ্য করে । আসলেই কি কথাটি সত্য?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.