আমাদের কথা খুঁজে নিন

   

ভেঙেছ যে কাচের দেয়াল.........

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

দৃষ্টি নন্দন আবহ সুষ্টিতে মনের দেয়ালে লাগানো হয়েছিল কাচ, সে তো অনেক দিন আগের কথা। সেই তখন থেকে মনের ঘরে বসে তাই দেখতে পেয়েছি বাইররে অবারিত দৃশ্যে কতকিছু অবলিলায়। কাচের বাইরে তুমি ছিলে, দেখতাম, দেখতে দেখতে কখন তুমি কাচের দেয়ালে তোমার সরল রেখা বরাবর অকপট সরলতায় এনেছে আয়নার স্বভাব, তুমি হয়ে গেলে প্রতিবিম্ব ন্বচ্ছ কাচেই, মনের ঘরে বসে আমি তোমাকে দেখিনা , সেখানে দেখি যেন নিজেকেই। সময় বয়ে গেলো আপন মনে হেসে হেসে, এদিকে মনের দরজায় তুমি কখন সে কোন অবেলায় টোকা দিলে শুনতেই পাইনি, অত পুরু লোহার নিরেট দরজা,ভেতরে তোমার মিষ্টি প্রেমের কোমল শব্দ কি করে যাবে বলো, তাও যখন আমি কাচের পানে তাকিয়ে জেগে ঘুমিয়ে তোম াকে খুজি আর কাচের ওপারে দেখি সোনালী সূর্যের আলোকিত দিন। তবুও শুনেছিলাম এক প্রভাতে কাচের ওপারে হালকা ঝড়ে মন দুলে ওঠে যখন; লোহার ভারী দরজা খুলেছি যেই দেখলাম এই অাঁখিতেই ঐ তো তুমি হেঁটে চলেছ দূরে, বহুদূরে।

পাশে যেন কার ছায়া ঢেকে দিয়েছে তোমার আপন ছায়া। সেদিন কাচের ঘরে বসে তোমাকে দেখা শ্রেয় মনে করেই দরজা বন্ধ করে দিয়েছিলাম। কাচের দেয়ালে ছায়া পড়েনা। ছায়ার সে অঘটন তাই ভাবিত করেনি । কিন্তু কে জানত তোমার সুপ্ত অভিমান ভালবাসার জোড়ে আঘাত আনবে কাচের দেয়ালে, ঝুরঝুর করে ভেঙে পড়বে কাচের দেয়াল।

তুমি কি আজ বুঝতে পার দেয়ালহীন মনে বাতাসের অবাধ বহতায় বয়ে আসা তোমার খুশবু উদ্বেল করে আমায় । নিজেকে দেখার মত কোন আয়না নেই তাই শুধু দেখি তোমায়। নিজেকে আর দেখা যায়না আজকাল আপন মনেই। কেন ভেঙে দিলে কাচের দেয়াল? খোলা পথে বেদুইন দুষ্টু বাতাস নিয়ে আসে ওপাশের খোলা প্রান্তরের সব বর্ণালী খুশবু। তোমার খুশবু কাচ ভেঙে যাবার পরক্ষণ থেকেই স্পষ্ট চিনি, আসুক এসে বেদনায় করুক জর্জরিত।

কিন্তু সাদা থেকে কালো সব খুশবুর যে ঘনঘটা বাতাসে বাতাসে মনের ভেতর বাইরে আপন রং আমার বিবর্ণ করে দেয় তাকে কিভাবে রুখি, কাচের সে দেয়াল নতুন করে বলতো কি করে গড়ি?? ----20/06/06

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।