আমাদের কথা খুঁজে নিন

   

কিছুদিন আগের কথা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

আমি একজন পরিচিত বাঙ্গালীর সাথে দেখা করতে গেলাম। ওর সাথে কথা বার্তা হল, আস্তে আস্তে আমাদের পরিচয় গভীর হতে লাগল । যাহোক সে ঘটনা নয়, পরে এক দিন শোনা যাবে । এরপর তার দু:খকষ্টে কথা শুনলাম আর আমারটাও কিছু তার সাথে শেয়ার করলাম । আশা করি আমরা বন্ধু হতে পারব।

তবে আমার মনে হয় না, কারণ আমি আবার অনেক কিছুই বাছ বিচার করে থাকি । বাদ দেই । মূল ঘটনায় যাই । হঠাৎ কথার ফাকেঁসে আমাকে বলল, ''ঐ যে একটি ছেলেকে দেখতে পেরেছেন'', আমি বললাম, ''হ্যাঁ'' । তারপর বলল, ''আজকে একটি দারুণ আজকে একটি আবেগপূর্ণ ঘটনা ঘটেছে ''।

উনার কথার স্টাইল দেখে, আমি ধারণা করলাম, ''এটি একটি বিশেষ মজা হচ্ছে । '' বলল: '' ঐ ছেলেটি ড্রাগ নেয়, তাকেঁঅনেক দিন ধরেই চিনি, সব সময় মাতাল থাকে, আজকে একটি মেয়েকে তার কাছে আসতে দেখেছি, ঐ মেয়েটির সাথে দুইটি ছেলেও ছিল, মেয়েটি ছিল 'খুব খুব সুন্দর'(উনার ভাষায় আর আমি যেহেতুদেখেনি তাই মেয়েটিকে অপরূপা সুন্দরী বলে আখ্যায়িত করলাম)'' । তারপর:: ''আমি ভাল জার্মানী বুঝিও না বলতে পারিওনা, তাই পাশের লোককে জিজ্ঞাসা করলাম, একে কে, শুনলাম এরা ভাই বোন, সাথে যে দুইটি ছেলে তারা হল, ভয় ফ্রেন্ড । তারপর, বোনটি ভাইয়ের কাছে এসে, তার ঠোটঁ থেকে বেগুনি দাগ গুলি মুছে দিল, আমি জানি না, এইগুলি কিসের দাগ, যারা নেশা করে তাদের সবারই ঠোটেঁ এই দাগ দেখা যায় । এরপর ভাইকে খাইয়ে দিল, এরপর ভাই কি কিনবে জানতে চাইল, এরপর অনেক খাবার দাবাড় কিনে দিল ।

অনেক খাতির যত্ন করল। যা বলে বোঝানো যাবে না, এটা কল্পনার ব্যাপার । এরপর বলল আস ঘরে চল । এই আবেগপূর্ণ ঘটনায় আশেপাশে মানুষের জমায়েত হয়ে গেল, সব কাজ কর্ম যেন 'এক বিশেষ মুহূর্তের জন্য থেমে গেল । ' বোনটি অনেক চেষ্টা করছিল, বলছিল, লক্ষী ভাইটি এবার ঘরে চল, ঘরে চল ।

'' তারপর::'' অনেক চেষ্টার পরও ব্যর্থ , তারপর একসময় সঙ্গীদের নিয়ে চলে গেল । মেয়েটি ছিল খুব সুন্দর , আর তার ব্যবহারও তার মতনই সুন্দর । '' (সে যদি অস্ট্রিয়ান , অমুসলিম না হোত, তাহলে আরও সুন্দর হত, এটা আমার ধারণা । ) তারপর উনি বলল, ''ঘটনাটি আমার হৃদয় স্পর্শ করে গেছে । '' ঘটনাটি শুনে, যেন আমিও সময়ের মধ্যে আটকে গেলাম এবং সেই মুহূর্তটি কল্পনা করতে লাগলাম ।

বাদদেই , জীবনের প্রতিটি পর্যায় যেন , ক্ষনিকের সময়ের জন্য হলেও আমাকে থামিয়ে দেয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.