আমাদের কথা খুঁজে নিন

   

সাইকোথেরাপিস্ট ও এক সরদারের গল্প

মড়ঢ়ধষ.নযধৎ@রহনড়ী.পড়স

ডঃ মানিশ সিনহা একজন বিশিষ্ট সাইকোথেরাপিস্ট তার নতুন অফিসে মুভ করছে। সেই এলাকার এক নাম করা রং মিস্টিরি সরদার বান্টা সিং। স্বাভাবিক ভাবেই সেই নতুন অফিসের নেম প্লেট তৈরির কাজ বান্টা সিং এর উপর পরলো। আফিস থেকে বের হওয়ার আগে ডাকতার সাহেব একটা সাদা কাগজে বড় করে "Dr. Manish Sinha - Psychotherapist" লিখে বান্টা সিং এর হাতে দিয়ে বল্ল, লেখাটা সুন্দর করে মাঝে স্পেস দিয়ে লিখতে, যাতে খুব সহজে দুর থেকে বোঝা যায়। সন্ধায় যখন ডঃ মানিশ সিনহা অফিসে ফিরে অসলো, দুর থেকে দেখে তার অফিসের উপর বিশাল এক নেম প্লেট আর তাতে বড় বড় করে লেখা: ..:r. Manish Sinha - Psycho the rapist::..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।