আমাদের কথা খুঁজে নিন

   

শ্লীল অশ্লীল নিয়ে কিছু বলার চেষ্টা

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ব্লগে শ্লীল অশ্লীল ব্যাপার নিয়ে অনেক অনেক আলোচনা, সমালোচনা, বক্তব্য এবং মন্তব্য নানা আঙ্গিকে আপন আপন রূপ পেল। আমিও কিছু বলতে চাই। যদিও আমি পথে পথেই বেশ ভাল , এসব জ্ঞানের কচকচানিতে বরাবরই আমার খোলা মনের প্রশস্বপরিসর একটু ছাড়া ছাড়া। তো যা বলতে যাচ্ছিলাম---- ধরুন আমি পথিক এইখানে এই ব্লগে একখানা NUDE Picture পোষ্ট করলাম। সেই (!)আদিমতা সে চিত্রে একদম স্পষ্ট।

পোষ্ট করে নিচে কিছু প্রশ্ন করলাম এরম--- 1.উপরের ছবিটা অশ্লীলতায় মাখামাখি কিনা জানার জন্য এবং বোঝার জন্য এখানে পোষ্ট করলাম। বলুনতো এটাকেই অশ্লীলতা বলেকিনা। 2. এই ধরনের ছবি vrey young generationকে তাদের মননের দিক থেকে বিপথগামী করে তুলতে পারে। তাই এ েেথকে সাবধান হবার জন্য সবাইকে সজাগ করতে এ ছবি পোষ্ট করলাম। এতে অশ্লীলতা সম্পর্কে সেেচতনতা বাড়লো , তাই না? 3.দেখুন তো এই ছবিটিথেকে কি স্পষ্ট বোধদয় হয় যে নারী দেহের অপার সেীন্দর্যসৃষ্টিকর্তা কি নিপুণ চারু মন্ত্রে গড়েছেন।

4.এটাতে আমি অশ্লীল বলছি। সবার সুচিন্তিত মতামত জানতে চাই । 5...... এরকম নানান প্রশ্ন ককরে যদি NUDE ছবি পোষ্ট করা হয় । তবে কি সেটা সেই "ওই ......(লেখার অযোগ্য)....পোলা গালি দিলি কেন এর মত হয়ে গেলনা। এতদিন মসজিদ থেকে নামাজ পেেড় বের হচ্ছি এক ছেলে আরেক ছেলে কে একটা বাজে গালি দিল।

ছেলেটি ও সেই গালি দেনে ওয়ালাকে একই রূপ একটা গালি দিয়ে বলল...........মসজিদে গালি দেস কেন। যারা বলবেন NUDE pictureবলতে কি বোঝাচ্ছেন, অথবা NUDE pictureকেন অশ্লীল হবে তাদের জন্য আপাতত এই পোষ্টনা। শরৎ বাবু যাই বোঝাতে "যৌন সঙ্গী : শবদটা তার পোষ্টে ব্যবহার করে থাকুন না কেন, NUDE pictureএর মতই কি impretion টা অশ্লীল মনে হচ্ছিল না? আমি ব্যক্তিগত ভাবে ভীষন আপেক্ষিকতা বাদী। শ্লীল অশ্লীল ব্যাপারটাও ভীষণ আপেক্ষিক আমি মানি দৃঢ় চিত্তে। তাইতো.... 1.সমুদ্র...................খুবই ভাল 2.সমুদ্র ...................খুবই খারাপ 1.এর শূণ্যস্থানে বসাই- প্রাকৃতিক সৌন্দর্যহিসেবে 2.এর শূণ্যস্থানে বসাই -খাবার পানি হিসেবে আডেক্ষিক না ভীষণ? ঘন মেঘের তলে দাড়িয়ে তো রোদ পোহালে হবেনা।

রোদ পোহাতে হবে রৌদ্র বেলাতেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।