আমাদের কথা খুঁজে নিন

   

////অবিদিত সময়-বিন্যাস-প্রয়াস

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

কি নিদারুন শৈত্য প্রবাহ জীবনজুড়ে, উষ্ণতায় ঘর্মসিক্ত প্রতিটি লোমকুপ, তবু প্রচণ্ড শীত হৃদয়ের প্রতিটি অণু-পরমাণুতে, ক্লান্তি নামতে তো আরো বহু সময় নেয়ার কথা, এক মৌসুমে সুন্দর পৃথিবীটা চৈত্রদিনের দুপুর কেন হয়ে গেল? ফাল্গুন কি চলে গেল? আমি কেন ফুল ফোটা দেখিনি? পাতা ঝরা দেখিনি? নতুন পাতাদের উল্লাস দেখিনি? কুহু ডাক শুনতে পাইনি? ঝর্ণা কি থেমে গেছে এই অঞ্চলে? কালান্ত বৈভব দেখবো বলেই তো এই পরবাস, এ কি নির্বাসন! এ কি প্রায়চিত্ত জন্মের! সীমানা ফুঁড়ে বেরিয়ে আসে কালের 'কালো সময়', নামে অন্ধকার পৃথিবীর ভর দুপুরে, চাঁদের আনাগোনা নেই মাসের পর মাস, বছরের পর বছর, জীবনের পর. . .। মর্ম হাতড়ে মেলে কিছু শৈশবে পাওয়া কানাকড়ি, হৃদয়ের ডাল-রুটি খরিদে বড়ই সীমিত সঞ্চয়, হাটে হাটে দর-দাম সোনা-রূপার মানদণ্ডে, সেকেলে সুখ শতাব্দী বদলে বড়ই বেমানান, চৈতন্যে নিদ্রা নামে যখন ক্লান্তির ঘাম শুকায়, স্বপ্নহীন ঘুম, একপেশে রাত, তুলাহীন বালিশ, শুকনো তক্তার চারপেয়ে, জীবনের যোগফলে বিনিদ্র কিছু সময়। মায়ার ছন্দে গদ্যের দৌরাত্ম, বকুল তলায় ডালি হাতে কুড়োয় না ভোরের শিশু, আকাশটা ঢেকে গেছে কালো মেঘে, লালিমা-মুখর সন্ধ্যা ধুলো-কুয়াশায় মোড়া, সাগর-ফেনিলের উত্তালতা মনের পিঞ্জর ছোঁয় না, ঝড়ে নড়ে না গাছের পাতা, শুধুই ভেঙ্গে যায়; বুঝি ভাঙ্গনের দিন এসে গেছে হেথা। এক গোছা ফুল তো কিনতে পাওয়া যায় সহজেই, কেন সে ফুলে সুগন্ধ থাকে না? প্রাচুর্যে নেই কেন প্রাণের স্পন্দন? কাগজের ফুলে কি এমন সুধা লুকানো, কেন এত সৌরভ-সুগন্ধ, স্বাদ-গন্ধহীন নিরেট কাগজ পরিচয়ে; যেখানে লেখা থাকে 'প্রীতি উপহার'? গণণার অন্ত আসে প্রতিটি বার মাসে, মনের পঞ্জিকায় দাগ কাটা থাকেনি বহু সংস্করণেই, কেউ কেউ স্মরণের বেদীতে ফুল দিয়ে যায় অজান্তে, ব্যবস্থার রুটিন-বহিভর্ূত, তবুও উঁকি মেরে যদি দেখি, দেখতে পাই- লাল আভা, মনের আকাশের ঝড়ো মেঘেরা তখন চলে যায় দূরের কোন আকাশে, নিয়মের বন্ধনে নয়; কিছু ভালবাসার নির্যাসে... ভিজে উঠে স্মৃতির উঠোন, আগামী দিনগুলোর তৃষ্ণা-নিবারণ। মরীচিকার দিনগুলো এখন দ্বৈত সাথী, কণ্ঠের তপ্ত বাষ্প, রুদ্ধদিনের লিপি-তালিকা, কেটে যাওয়া সময়ের রক্তে পিচ্ছিল পথ এবং দীর্ঘশ্বাসের ঝির ঝিরে বিকেলী হাওয়া। আশা-নিরাশার সাগর-দোলায় এখনো ফুসফুস কাঁপে, বুকের খাতায় চলে অঙ্েিজন-কার্বনডাইঅঙ্াইডের লেনা-দেনার কঠিন হিসেব, বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছে প্রাণ। সান্ত্বনার নথি ঘেঁটে যেটুকু পাই- 'কখনো নিরাশ হইনি, হবো না কভূ তব দয়া হতে প্রভূ। 10.06.2006

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.