আমাদের কথা খুঁজে নিন

   

অবিদিত

বিচ্ছিন্নতাও একটা ভাবাবেগ যা মাকে প্রায়ই ভাবিত করে-জব্দ করে অহর্নিশ। !! তবু এটা নিয়েই বেঁচে আছি। ।

তোকে নিয়েই তো আমার চারিপাশ অথচ আজ তোকেও অপরিচিত মনে হয়! নিঃসীম চারিপাশ,নিস্তরঙ্গ জীবন, হাহাকার করে উঠে সব অযাচিত কথন আর্তনাদ করে উঠে হিয়ার বাঁধন। কী অস্পৃশ্য তুই- অধরা হয়ে আছিস এখনো কৃপণা তুই- আপন করে নিতে পারলি আমাকে।

অভ্রবক্ষের তারকারাজি যেমন দেখে-ভেবেই শুধু বেলা হল পার। গভীরে যাওয়া হয় না__ আরও গহীনে যাওয়া হয় না আমার! অপদার্থ আমি! আপনার আজ্ঞাবহ হতে পারি নি। অথর্ব আমি- প্রকট হতে পারি নি কোনদিন। তবু প্রচ্ছন্ন সত্ত্বাগুলো অনুক্ষণে ডেকেছিল তোরে। ।

আমি তো গা ভাসিয়ে দেয়ার দলে যত্রতত্র পারতাম যেতে_ আমার অসংলগ্ন পথযাত্রা প্রকৃতির লীলায়_ সমর্পিত! কতজনে রিফিউজ করেছি, উপেক্ষিত কত উপাখ্যান! শুধু তোর সন্নিকটে যাওয়ার ছলে_ তবু অসংজ্ঞায়িত করে রেখেছিস তোর রহস্যঘেরা সভ্যতা। । সময় বেয়ে বেয়ে দিন হয় পার__ হয় না তবু তোমার আমার অলীক অভিসার। !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.