আমাদের কথা খুঁজে নিন

   

নিশ্চিত নিয়ে অনিশ্চিত

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

নিশ্চিত এখনো নিশ্চিত নই,তবে আমি বোধহয় মনোবিকলনগ্রস্থ কেউ কেননা নি:সঙ্গ, বিস্রস্ত সৈকতে প্রায়ই আছড়ে পড়ে আবেগের ফেনিয়ে ওঠা ঢেউ এখনো নিশ্চিত নই, তবে আমার বোধহয় সময় এসেছে কোন মহান মনোবিজ্ঞানীর দ্বারস্থ হবার কেননা পিচের কালো আয়নায় প্রায়ই দেখি সাজানো গোছানো সারিসারি পাঁচতারার খাবার এখনো নিশ্চিত নই,তবে অচিরেই কয়েকটা খুন করবো বলে ভাবছি কেননা ধানের সাথে দুলে দুলে বর্ষাকে নিয়ে ঘুরে ঘুরে আমি নাচছি এখনো নিশ্চিত নই,তবে গত বুধবার যে বাসটি গেঁথে গিয়েছিল গতিশীল মহাসড়কের সাথে সেটির মাংসল ড্রাইভিং হুইল, গলে গলে পড়ছিল এই আমারই হাতে এখনো নিশ্চিত নই,তবে সামপ্রতিক ভূমিকম্পের ধংসাবশেষে উঁকি দিচ্ছিল যেই বিচ্ছিন্ন গোলাপী টাইল্স তাকে নিয়েই শুয়েছিলাম রাতভর, সঙ্গী ছিল মসৃণ ধূসর পাইল্স এখনো নিশ্চিত নই,তবে যে আদিগন্ত সমতল তরুনীটি শুয়েছিল জংধরা মর্গের ট্রেতে তার উপত্যকা পাদদেশ ছিড়েখুবড়েপুড়িয়েকেটে গর্তগহব্বর ভরিয়ে, আমিই সমান করেছি বুলডোজার ডলা মেঝেতে এখনো নিশ্চিত নই তবে, যে গর্বোধ্ব্যত বাঁশটি উড়ছিল তার লাল-সবুজ পতাকা মেলে তাকে ফালি ফালি করে সাজিয়েছি ঘর,প্রদর্শনী হল, নতুন মডেলের গাড়ী বেচবো বলে এখনো নিশ্চিত নই আমি সেই নীলাভ -বেগুনী রংয়ের পথ-শিশুটির জনক কিনা, যে এখনো বুঝে উঠতে পারেনি কাওরান কমলাপুর কাকলী কোন মহাসংযোগে হবে তার সন্তানের অন্তিম ঠিকানা এখনো নিশ্চিত নই, তবে আমিই কি সেই অনুসন্ধানী প্রযুক্তির রিয়ারভিউ মিরর? যার ুদ্রায়তন প্রতিফলকে জায়গা হয়না দুইশত সত্তুর পাউন্ডের ঝিমুনো ঘরঘর এখনো নিশ্চিত নই আমাকেই কি প্রতি বারোটায় দেখা যায় জিরো পয়েন্ট জুড়ে যে প্রতি রাতে হয় বিপণ্ন লাশ, যাকে কুকুরেরা খায় ছিঁড়ে এখনো নিশ্চিত নই, আমি কি উদ্দ্যাম প্রেমযুগলের হাতে ধরা সেই ঝাঁঝালো সুবাস ফুল নাকি পরস্পর ভালো আছি সংজ্ঞার দাম্পত্যের আদিম ভুল এখনো নিশ্চিত নই আমি কি সহস্রাব্দের দিগন্ত বিসতৃতির ছড়িয়ে পড়া আলো নাকি জীর্ণ শিকের বাসী প্রবচন- সাবধানে থাকাই ভালো এখনো নিশ্চিত নই আমার সাথেই কি সেদিন হেঁটে গিয়েছিল অস্থি-উরু একাকার করা নারী নাকি উত্তাল নৃত্যের প্রবল আন্দোলনের রাজশাহী রেশম শাড়ি এখনো নিশ্চিত নই পাঁচতলা সিঁড়ির অন্তিম ধাপই কি আমার কুকুর গড়ানো আধার হতে পারে এটা লুঙ্গি-ব্রেসিয়ার জড়ানো একান্ত নিবের্াধ বাজার এখনো নিশ্চিত নই দানবীয় ঘোঁতঘোঁত ট্রাকগুলি কি সসতা পতিতার দালাল যাদের পেট্রোল-ডিজেল আস্তর সরাই,আমি অনুগত ডিটারজেন্ট,একশতভাগ হালাল এখনো নিশ্চিত নই,তবে আমার প্ররোচনায় কি সেদিন জেগে উঠেছিল নিমগ্ন আঠালো প্রজাপতি যার ঘোলাটে মলে অন্ধ হয়েছিল নির্ঘুম শ্লোগান,বিদ্রোহী মশাল এবং নিরীহ মোমবাতি এখনো নিশ্চিত নই তবে,বিছানার চাদরের মত নির্বিঘ্ন নিদ্রায় শায়িত ছিল যে সবুজ বর্ণের সাপ সে কী আমারই দেয়াল কামড়ানো প্রতিকৃতি,নাকি চাকার সাথে নিত্য ধর্ষিত খড়ের অপলাপ এখনো নিশ্চিত নই তবে দলাপাকানো শার্টটার কাঁধে যে অভিসারী প্রেমের দাগ সেকি এনিমিক স্রীর দীর্ঘশ্বাস নাকি ভীরু প্রতিবাদী রাগ এখনো নিশ্চিত নই তবে আমি বোধহয় মনোবিকলনগ্রস্থ কেউ কেননা দানবীয় থাবার মাঝেও খুঁজি অবিন্যস্ত বাঁকানো ঢেউ এখনো নিশ্চিত নই তবে পরিশেষে আমি বোধহয় বন্ধ্যা গর্ভের শূন্য হাহাকার যেখানে ফিরে ফিরে আসে জড় গাঙচিল,যার ডানায় থাকে 'ধ্রুব' নিশ্চিত বারবার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.