আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ভাবনা.......( আজকে আমার মুসলমানের ঘরে জন্ম তাই আমি মুসলমান। তোমার হিন্দুর ঘরে জন্ম তাই তুমি হিন্দু। তুমার জাহান্নাম নিশ্চিত। অথবা তোমার চোখে আমার জাহান্নাম নিশ্চিত)

মাঝে মাঝেই আমি নিজেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখে দাড় করাই। কেন আমরা এই পৃথিবীতে আসি? কেন প্রকৃতি আমাদের নিয়ে আসে? যে মা ১০মাস ১০দিন এতো কষ্ট করে গর্ভে লালন করে পৃথিবীর মুখ দেখায় সেই মায়ের স্বার্থ টা কোথায়,? আমরা কি আমাদের জন্ম কে সার্থক করতে পারি? পারিনা। কারন সেই বাধ্য বাধকতা আমাদের জন্মের শুরু থেকেই। তার কারন জন্মের শুরু থেকেই আমরা আমাদের পরিচয় খুজে মরি। এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জন্মের সার্থকতা খুজে পাওয়ার আগেই অকাতরে প্রান বিলিয়ে দেই।

যেমন আজকে যদি আমি হিন্দুর ঘরে জন্ম হয় তাহলে আমি জন্ম গত ভাবে হিন্দু। আর যদি মুসলমানের ঘরে জন্ম হয় তাহলে আমি মুসলমান। এবং এভাবেই এক এক ধর্মে এক এক জন পরিচয় লাভ করে। এবং মুসলমান শিশু টি বড় হয়ে হিন্দু ধর্মের শিশু টি কে ঘৃণা করতে শিখবে, কারন তারা বিধর্মী। আবার একি ভাবে হিন্দু শিশু টিও তাই করবে।

এখন আমার প্রশ্ন হচ্ছে শিশু ২ টির অপরাধ কি? তারা কি পৃথিবীতে জন্ম নিয়েই অপরাধ করেছে? শুধু তাই নয়। আমরা জানি, বিধর্মী এবং কাফিররা জাহান্নামী হবে। তাই যদি ইসলাম ধর্ম টা সত্যি হয় তাহলে হিন্দুর ঘরে জন্ম নেয়া শিশু টি নিশ্চিত জাহান্নামে যাবে, দুজকের আগুনে পুরে মরবে। আমার প্রশ্ন, তাহলে কেন আল্লাহ্‌ ওই শিশু টি কে কোন অপরাধে হিন্দুর ঘরে জন্ম দিয়ে ওই শিশু টি কে জান্নাত থেকে বঞ্চিত করলো? আল্লাহ্‌ তো সর্ব শক্তিমান, তাহলে সে কি পারতোনা ওই শিশু টি কে মুসলমানের ঘরে জন্ম দিয়ে তার ধর্ম পালনের সুযোগ করে দিতে? এবং তাকে জান্নাত বাসী করতে? কেন সে বিধর্মী দের ঘরে নিস্পাপ শিশুদের কাফির হিসেবে গড়ে তুলছে? কেন আজকে সারা দুনিয়াতে বিধর্মী আর কাফির দের সংখ্যা বেশি? কেন জাহান্নামী দের সংখ্যা বেশি? কেন সে মুসলমানের ঘরেই সকল শিশু কে জন্ম দিয়ে সারা পৃথিবীতে শুধু তার ধর্ম কেই প্রতিষ্ঠা করছেনা? নাকি এটা তার ক্ষমতার বাইরে? নাকি জান্নাতে অত বেশি জায়গা নাই বলে? আবার যদি আমি হিন্দু দের বলি তাহলেও আমার একি প্রশ্ন, তাদের ভগবান কি অত টাই খমতাবান নন? একি প্রশ্ন খ্রিস্টান সহ সকল এক ঈশ্বরে বিশ্বাসী সকল ধর্মের অনুসারী দের প্রতি। আজ কোরআন পুড়িয়ে অবমাননা করতেছে, অথচ কোরআন সংরক্ষনের দায়িত্ব স্বয়ং আল্লাহর, অথচ তিনি নিশ্চুপ।

আজ দুর্গা মার মূর্তি ভাঙছে, অথচ দুর্গা মা নিশ্চুপ। কেন তাদের কি ক্ষমতা নেই? তাহলে তারা কিভাবে সর্ব শক্তিমান? ইসলাম ধর্ম বলে আমি ছাড়া বাকি সবাই মিথ্যা, তাই সবাই জাহান্নামে যাবে। হিন্দু ধর্ম বলে আমি সত্য ধর্ম, বাকি সবাই মিথ্যা এবং সবাই নরকে যাবে। সব ধর্মই একই কথা বলে। তাহলে কোন টা সত্য? আমরা সবাই জানি যার যার ধর্ম তার তার কাছে সত্য, তাহলে সেই দিক বিবেচনা করলে সবাই জান্নাতে যাবে।

আর যদি এক টা ধর্ম মিথ্যা হয়, তাহলে অন্য জনের কাছে অন্য আর একটা ধর্ম মিথ্যা । তাহলে এক ধর্মের চোখে আর এক ধর্মের অনুসারী রা জাহান্নামী। এবং এভাবে সবাই জাহান্নামী। তাহলে কোনটা সত্য? আমি কোন পথে যাবো? অপরদিকে নাস্তিক রা বলে আমি তো কোন ধর্মই মানিনা। তাই আমার জান্নাত ও নাই, জাহান্নামও নাই।

আমার দুনিয়াতেই সব। ধর্ম বলতে আসলেই কি কিছু আছে? নাকি এটা মানুষ নিজেকে সান্তনা দেবার জন্য, কিছু একটা বিশ্বাস করে আক্রে ধরে বেচে থাকার অবলম্বন হিসেবে ধর্ম সৃষ্টি করেছে? অথচ এই সামান্য ধর্ম নিয়ে আমরা আমাদের ভাই এর মাথা কাটতে দিধা পর্যন্ত করিনা। দাঙ্গা হাঙ্গামায় রক্তের বন্যা বসিএ দেই। এসব করে কি লাভ হয়? মৃত্যুর পর কবরে কি আছে তা কি আমরা স্ব চক্ষে কখনো দেখেছি? তাহলে কেন আমরা এই ছোট্ট জীবনটা কে ভালো কাজে ব্যয় করে জীবন টাকে সার্থক করে না তুলে সময় টা কে অপচয় করছি? তাই আসুন আমরা ধর্ম নিয়ে আর বিবাদে না জড়িয়ে আগামী প্রজন্মের জন্য আমাদের পৃথিবী টা কে সুন্দর করে গড়ে তুলি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।