আমাদের কথা খুঁজে নিন

   

উইনডোজ 2000 - এ ডাটা এনক্রিপশন

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি। ।

বিভিন্ন প্রয়োজনে প্রায়ই গোপনীয় তথ্য যেমন Personal Diary, E-mail, Message ইত্যাদী সংরক্ষণ করার প্রয়োজন হয়।

সেক্ষেএে কম্পিউটারটি যদি অফিস-এ ব্যবহার্য বা শেয়ারড হয়, তবে অবশ্যই প্রয়োজন সেটিকে নিরাপদে রাখা। আর এর জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো Encrypt করা। Windows 2000 তে Data Encryption এর জন্য Built-in ফিচার আছে। তবে এটি শুধু NTFS এর জন্য প্রযোজ্য। কোন ফাইলকে Encrypt করার জন্য সেটিকে সিলেক্ট করে মাউজের ডান বোতাম টিপে Properties ক্লিক করতে হবে অথবা Alt+Enter চাপতে হবে।

এবার General tab -এ গিয়ে Advance Button সিলেক্ট করতে হবে এবং 'Encrypt Contents to Secure Data' অপশনটি সিলেক্ট করতে হবে। এবার OK করে Encryption Process শুরু করতে হবে। এ পদ্ধতিতে যে কোন ফোলডার Encrypt করা সম্ভব। এক্ষেএে সব ফাইল Encrypt হয়ে যাবে। তবে Encryption Password খুবই গুরুত্বপূর্ন।

পরে ভুলে গেলে Encrypt -কৃত ফাইলের Data উদ্ধার করা অসম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.