আমাদের কথা খুঁজে নিন

   

উইনডোজ ফোন নকিয়া লুমিয়া ৬২০ রিভিউ ।


দেখতেঃ নকিয়া ফোনের বরাবরের সভাবের মতো এটিও একেবারে স্লিম না । কিন্তু দেখতে আবার ৭৬১০ এর মতো না । এর ওরজিন্যাল ডাইমেনশন হলঃ 115.4 x 61.1 x 11 mm, 76 cc (4.54 x 2.41 x 0.43 in)
সম্পুর্ন ব্যতিক্রমি অপারেটিং সিস্টেমঃ আমরা যারা কম্পিউটারে এক্সপি চালাইয়েছি উইনডোজ সেভেন আসার পরও । কিন্তু যখন উইনডোজ এইট বা এইট পয়েন্ট ওয়ান আসল তখন যদি ঔ এক্সপি ব্যবহারকারী যদি এইট পয়েন্ট ওয়ান সেটআপ দেন সে যেমন আকাশ থেকে পরবে তেমনি । আমরা যারা নকিয়ার সাধারন সিম্বিয়ান বা চায়না, বা স্যামস্যং যাই বলি না কেন সব সিস্টেমে একই ছিল ।

মেনু মেনুর ভিতরে সেটিং তারপর প্রফাইল । নতুন জাভা বা সিস সফ্টওয়্যার ইন্সল দিলে তা মেনুতে বা এপ্লিকেশনে থাকে । এইসকল ব্যাবহারকারী যদি উইনডোজ ৮ মোবাইলে আসেন তালে অনেকটা আকাশ থেকে পরার মতো হবেন । টাস্ট ম্যানেজার উইনডোজ এইটের মতো । কিন্তু প্রগ্রাম পিন আপ এইট পয়েন্ট ওয়ান এর মত ।

এপস অল প্রগ্রামে থাকবে কিন্তু আপনি ইচ্ছা করলে তবেই তা পিন হবে নতুবা না ।
মেইন উইনডো ডেক্সটপ তাহলে ওয়ালপেপার দিব কোথায়  । ডান উইনডো তে অল প্রগ্রাম । হ্যা উইনডোজ ফোনের এ বিশাল পরিবর্তন আপনাকে অনেকখানি নারা দিবে ।

এপসঃ এখন জনপ্রীয়তার তূঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কারন একটাই এর অগিত অ্যাপস ।

আর হ্যা অ্যান্ড্রয়েডে যদি প্লে স্টোর এ বাংলার কিং খান তবু দুই থেকে তিন চারশ এপস আসতে পারে । তাই রান্নার রেসিপি শরীর গঠনের উপায় রুপচর্চা এইজাতীয় এপস যাদের প্রয়োজনীয় তাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট উপদেশ বানী দয়া করে উইনডোজ ফোনের দিকে পা বারাবেন না । এছাড়া ফটোইডিটরের জন্য মোক্ষম  সকল সফ্টওয়্যার পাবেন এপ্স স্টোর থেকেই । বাংলা লেখার জন্য চন্দ্রবিঁন্দু । এন্ড্রয়েডের চেয়ে ভালো মানের ইংলিশ টু বাংলা ডিকশনারী ।

এইটের মত মোবাইলেও বিল্ড ইন পিডিএফ রিডার ছাড়া এডোব পিডিএফ রিডার আছে । মোট কথা এপস এর বর্ননা দিতে গেলে দৈনিক পত্রিকা কেও ছাড়িয়ে যাবে । তবে কথা সত্য জিনিস যেটা ভালো দাম তার একটু বেশী । তাই উইনডোজ ফোনে ফ্রি এপসের চেয়ে পেইড এপস বেশী । যত প্রয়োজনীয় এপস লাগে আপনার তা মোটামুটি ফ্রিতেই পাবেন ।


ফোন টু পিসিঃ এখানেও ধরা ছোয়ার বাইরে উইনডোজ ৮ ফোন । ক্যাবল দিয়ে কানেক্ট করলে কোন ম্যাস স্টোরেজ বা পিসি সুইট অভি সুইট এই জাতীয় কোন অপশন নাই । প্রশ্ন তাহলে  ভাই কম্পিউটার থেকে কিভাবে গান নিব  । আমার নতুন নকিয়া লুমিয়া ৬২০ হল উইনডোজ ৮ফোন + আমার ল্যাপটপে উইনডোজ ৮ পয়েন্ট ওয়ান। কানেক্ট করালেই সি ড্রাইভের আগে একটা নতুন ড্রাইফ উইনডোজ ফোন প্লাশ আপনার ফোনের মডেল তারপর পানি পন্তা ।

যা ইচ্ছা আদান প্রদান করতে পারেন । আর হ্যা স্পিড কিন্তু পিসি সুইটের মতো কেবিপিএস না পেনড্রাইভের চেয়ে দ্রুত এমবিপিএস ।

কারও মনে প্রশ্ন জাগলো তাহলে ভাই পিসি সুইট বা অভি সুইট যে ইউজ করা যাবে না তাহলে মোবাইলের মাধ্যমে ক্যাবল দিয়ে নেট চালাবো কিভাবে ?
সহজ উত্তরঃ ভাই আপনার বাসায় কি এখন নেগেটিভ ওয়ালা ক্যামেরা দিয়ে ছবি তোলে ? না । তাহলে যখন আপনার মোবাইল কে হটস্পট বানাতে পারছেন তাহলে ক্যাবলের কথা চিন্তুা করা কি বোকামি না ?
ফাইল ম্যানেজারঃ সাইফুল ভাই তার টিউটটিতে এক কথায় বলেছিলেন যে এতে ফাইল ম্যানেজার না থাকার পক্ষে অনেক যুক্তি আছে । আমি আরেকটু ক্লিয়ার করি ।

এখন আপনি এপস স্টোর এ টপ ফ্রি এপসের মধ্যেই পাবেন ফাইল ম্যানেজার । আমিও এক এথায় বলব এখানে ফাইল ম্যানেজার দেয়ার জন্য দরকার ছিল না ।
ক্যামেরা ব্যাটারীঃ নকিয়ার ক্যামেরা ব্যাটারী সম্পর্কে আমার যতদুর বিশ্বাস যে ৩১১০ ও ব্যাবহার করেছে সে ভালো ভাবে জানে যে নকিয়ার ব্যাটারী এবং ক্যামেরা জন্য নকিয়ার এত দুর আসা ।
দামঃ ১৮০০০ টাকা । ভাই আবার বলছি জিনিস যেটা ভালো দামতার একটু বেশী হবেই ।



পরিশেষঃ তুমি কি দেখেছ কভু গানটির গীতিকার খান আতাউর রহমান বলেছিলেন যে নতুন প্রজন্মের ব্যান্ড গান কে যদি সমাজ এর আমরা সাদরে গ্রহন না করি তবে আমরা করব বোকাবি । তবে আমরা তখনও গ্রহন করেছি এখনও করছি যেমনটা র‌্যাপ । তাই নতুন প্রজন্মের সাথে পড়িচিত তে আমার সবাইকে আমন্ত্রন ।
সবাইকে অসংখ্য ধন্যবাদ টিউটটি এতক্ষন সময় নিয়ে পড়ার জন্য

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.